মনিরুজ্জামান উজ্জ্বল : ‘একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়’- মাইক থেকে ভেসে আসছিল দেশাত্মবোধক এ গানটি। এ গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে সুরে বেসুরে গাইছিলেন আনুমানিক ২০-২২ বছরের কয়েকজন তরুণ-তরুণী।
ওদের পাশ দিয়ে তীব্র গতিতে মোটরসাইকেল নিয়ে ছুটে গেল দুই কিশোর। এক গৃহবধূ দুই সন্তানকে পাশে দাঁড় করিয়ে স্বামীকে মোবাইলে ছবি তোলার কায়দা শিখিয়ে দিয়ে বলছিলেন, দেখো লাইটিংসহ যেন পুরো দৃশ্যটা আসে। এক কিশোরীকে ঠোঁট বাকিয়ে সেলফি তুলতে দেখা যায়।
বুধবার রাত ৯টায় মৌচাক-মালিবাগ উড়ালসড়কে এ দৃশ্য দেখা যায়। মৌচাক-মালিবাগ-শান্তিনগর-রাজারবাগ-মগবাজার অংশের এই উড়ালসড়কটি বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর এ অংশটি যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।
কিন্তু বুধবার রাতে সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেইে স্বপ্নের উড়ালসড়ক দেখতে মালিবাগ-মৌচাক অংশে শতশত নারী, পুরুষ ও শিশুর ঢল নেমেছে। হঠাৎ করে দেখলে মনে হবে এ এলাকায় বড় ধরনের কোনো গোলমাল বেঁধে গেছে।
অসংখ্য মানুষের ভিড় দেখে ওয়ারলেস গেটের বাসিন্দা মধ্যবয়সী এক ভদ্রলোক পাশে দাঁড়ানো সমবয়সী আরেক ভদ্রলোককে বলছিলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা যেমন কক্সবাজার ও উখিয়াতে ভিড় জমিয়েছিল মানুষের ভিড় দেখে মনে হয় এ যেন রোহিঙ্গা শরণার্থীদেরই ঢল নেমেছে।
উড়ালসড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখা গেছে, সেতুর বিভিন্ন অংশে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঠিকাদারদের লোকজন ব্যস্ত সময় কাটাচ্ছেন। সেতুর দুই পাশে লাল-নীল বাতি ও লাল-সবুজ রঙের পর্দা টানানো হচ্ছে। পর্দার ফাঁকে ফাঁকে বেলুন ফুলিয়ে লাগানো হচ্ছে।
মালিবাগের বাসিন্দা সুমন আলম, স্ত্রী ও কোলের শিশুকে নিয়ে উড়ালসড়ক দেখতে এসেছেন। অনেকটা পথ হেঁটে এসে ক্লান্ত হয়ে হাঁপাচ্ছিলেন। কোলের শিশুটিকে কোলে নিয়ে রঙিন বাতি দেখিয়ে কী যেন বলছিলেন।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, বাসা থেকে উড়ালসড়কের রঙিন বাতি দেখে ভীষণ সুন্দর লাগছিল। তাই স্ত্রী ও শিশু সন্তানকে সঙ্গে নিয়ে দেখতে চলে এসেছেন। তবে এত মানুষের ভিড় হবে ভাবতেও পারেননি।
পোশাকশ্রমিক সালমা তার সহকর্মীদের নিয়ে উড়ালসড়ক দেখতে এসেছেন। সালমা যে গার্মেন্টসে কাজ করেন তার পাশেই উড়ালসড়কে ওঠার পথ শুরু। আজ গার্মেন্টস ছুটির পর সহকর্মীরা সকলে মিলে উড়ালসড়ক দেখতে চলে আসেন বলে জানান তিনি। জাগো নিউজ
এমটিনিউজ/এসবি