নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তি করার মামলায় আদালতে হাজির না হওয়া গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার সকালে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘আপত্তিকর স্লোগান’ দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ ছামিদুল ইসলামের আদালত এ পরোয়ানা জারি করেন।
মামলার অন্য আসামি গণজাগরণ মঞ্চের মিছিলে নেতৃত্ব দেওয়া সনাতন উল্লাস আদালতে হাজির ছিলেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস