সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ০২:১৮:৩৬

চাঞ্চল্যকর মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

চাঞ্চল্যকর মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা : শিশু সামিউল আলম রাজন এবং রাকিব হাওলাদারের হত্যা মামলাগুলোর মতো বাকি চাঞ্চল্যকর মামলাগুলোও দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এক অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেন। রাজন ও রাকিব হত্যা মামলার রায়ের বিষয়ে বৈঠকে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘এ দুই মামলার বিচার দ্রুত নিষ্পত্তি হয়েছে। যা আমাদের জন্য একটি ভালো উদাহারণ হয়ে রইলো।’ এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনমন্ত্রীকে বলেন, ‘এ ধরনের বাকি মামলাগুলোর প্রতিও নজর দেন।যাতে সেই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয়।’ উল্লেখ্য, রাজন হত্যা মামলাটি চার মাসের মধ্যে নিষ্পত্তি করা হয়। যেখানে চারজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন, তিনজনের সাত বছর এবং দুইজনের এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে রাকিব হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এই মামলাটি তিনমাসের মধ্যেই নিষ্পত্তি করা হয়। ৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে