নিউজ ডেস্ক : শেখ হাসিনার পরম সৌভাগ্য, কখনও তাকে আমার মতো আদালতে হাজির হতে হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আদালতে একথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বকশিবাজারে স্থাপিত ঢাকার অস্থায়ী আদালতে আত্মপক্ষ সমর্থন করে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও চাঁদাবাজিসহ নানা অনিয়মের মামলা হয়েছে। তার পরম সৌভাগ্য কখনও তাকে আমার মতো আদালতে হাজির হতে হয়নি।’
খালেদা জিয়া বলেন, ‘আমি আইন, আদালত ও বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক। তাই এই বয়সে নানা ব্যস্ততার মধ্যে সশরীরে থাকার চেষ্টা করে যাচ্ছি। আমার আইনজীবীরা আইনিপন্থায় মামলা মোকাদ্দমা মোকাবিলা করে যাচ্ছেন।’
আদালতের কাছে খালেদা জিয়া তার অবস্থান তুলে ধরে বলেন, ‘আমি কখনও অনিবার্য কারণে আদালতে উপস্থিত হতে না পারলে আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির মতো ঘটনা ঘটেছে। আমার পরিচয় দেশবাসী জানেন। আদালতেরও অজানা নয়।’
এমটিনিউজ/এসএস