বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭, ০৭:২৬:০২

নভেম্বরের শুরুতেই মংলা-চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়!

নভেম্বরের শুরুতেই মংলা-চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়!

আন্তর্জাতিক ডেস্ক : নভেম্বরের শুরুতেই বঙ্গোপসাগরের উপকূলে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়। এমনই সম্ভাবনার কথা জানিয়েছে একাধিক আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা। খবর জিনিউজের।

পূর্বাভাস অনুসারে, দিন কয়েক ধরে দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে একটি সুস্পষ্ট নিম্নচাপ। যা ক্রমশ শক্তিশালী হয়ে মালাক্কা উপদ্বীপ অতিক্রম করে প্রবেশ করতে পারে বঙ্গোপসাগরে। এরপর সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পার করবে সেটি। বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি সঞ্চয় করে প্রবল বেগে উপকূলে আছড়ে পড়তে পারে সেটি।

প্রাথমিক অনুমান অনুসারে, বাংলাদেশের মংলা-চট্টগ্রাম উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। তবে এব্যাপারে সুনির্দিষ্ট ভাবে কোনও পূর্বাভাস এখনো দিতে পারেননি আবহবিদরা। ক্যাটারি ২ থেকে ক্যাটাগরি ৪ ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়তে পারেন ঝড়টি।

সেক্ষেত্রে ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতি পৌঁছতে পারে ঘণ্টায় ২০০ কিলোমিটারে। সম্ভবত নভেম্বর মাসের প্রথম সপ্তাহের ৬ - ৭ তারিখ উপকূল স্পর্শ করতে পারে ঘূর্ণিঝড়টি।  
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে