বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭, ০৭:৫০:৪৮

‘পদ্মা সেতু প্রকল্পের মূল কাজের শতকরা ৪৯ ভাগ সম্পন্ন হয়েছে’

‘পদ্মা সেতু প্রকল্পের মূল কাজের শতকরা ৪৯ ভাগ সম্পন্ন হয়েছে’

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভায় জানানো হয়েছে পদ্মা সেতু প্রকল্পের মূল কাজের শতকরা ৪৯ ভাগ সম্পন্ন হয়েছে।

সংসদ ভবনে বৃহস্পতিবার কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো জানানো হয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত দেশের ইতিহাসে সবচেয়ে বড় এ মেগা প্রকল্পের বাস্তবায়ন কাজ চলমান রয়েছে।

সভায় দৌলতদিয়া পাটুরিয়া ঘাট বরাবর দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ কাজের ফিজিবিলিটি স্টাডি সরকারি অর্থায়নে সম্পন্ন করার সুপারিশ করা হয়। কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট রহমত আলী, মো. আব্দুল কুদ্দুস, মো. আব্দুল মজিদ খান সভায় অংশগ্রহণ করেন।

বিশেষ আমন্ত্রণে বেসরকারী সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ জিল্লুল হাকিম সভায় অংশগ্রহণ করেন। ২০১৭-২০১৮ অর্থবছরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১১৬টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত এগুলোর অগ্রগতি ১৯.৭৪%।

সভায় ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে ১৭তম অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রীর পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপর প্রদত্ত প্রতিশ্রুতির উপর আলোচনা করা হয়।

অতিবৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগে দেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কের যে ক্ষতি সাধিত হয়েছে তা তাৎক্ষণিকভাবে মেরামতের ব্যবস্থা করে যান চলাচলের উপযোগী করার সুপারিশ করা হয়। মহাসড়কে ক্ষমতার অতিরিক্ত মালবোঝাই ট্রাক চলাচল করে যাতে রাস্তার ক্ষতিসাধন করতে না পারে সেদিকে কঠোর নজরদারির সুপারিশ করা হয়।

বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক ২০১৭-২০১৮ অর্থবছরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন মোট তিন প্রকল্প পরিদর্শন করা হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন প্রকল্পের অগ্রগতিতে কমিটিতে সন্তোষ প্রকাশ করা হয়।

আইএমইডি কর্তৃক যে সকল সুপারিশ করা হয়েছে তা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে