বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭, ০৮:৪৫:০৬

রোহিঙ্গাদের কাছে গিয়ে ক্ষমা চান : হাছান মাহমুদ

রোহিঙ্গাদের কাছে গিয়ে ক্ষমা চান : হাছান মাহমুদ

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রোহিঙ্গাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ।
 
বৃহস্পতিবার সকালে জাতীয় স্বাধীনতা পার্টি ও জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত শেরে বাংলা মাজার প্রাঙ্গণে শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
তিনি বলেন, আপনি তিন মাস পর রোহিঙ্গা শিবিরে যাচ্ছেন। প্রথমে গিয়ে রোহিঙ্গাদের কাছে ক্ষমা চাইবেন যে, আমি তিন মাস পর তোমাদের কাছে এসেছি এবং সেখানে গিয়ে দয়া করে কোনো উস্কানি মূলক বক্তব্য ও উস্কানি দিবেন না।
 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রশ্ন রেখে আওয়ামী লীগের মুখপাত্র বলেন, আপনি প্রায় তিন মাস পরে রোহিঙ্গা শরনার্থী শিবিরে যাচ্ছেন, আপনি এতো দিন কেন লন্ডনে বসে ছিলেন? আপনি কোনো হসপিটালে ভর্তি ছিলেন না, আপনার কোনো অপারেশন হয়নি।

তিনি বলেন, আমরা শুনি নাই, বিএনপি নেতারাও বলেন নাই, আপনি তিন মাস সেখানে বসে থাকলেন আর আপনার মহাসচিব সমানে মিথ্যা বলতে লাগলো। আপনি রবিবার রোহিঙ্গা শরনার্থী শিবিরে গিয়ে নিশ্চয় তাদের পরিবার পরিজনদের কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিভাবে জীবন্ত মানুষকে মিয়ানমারে হত্যা করা হয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, এগুলো শুনবেন এবং আপনার নেতৃত্বে কিভাবে পেট্রোল বোমা হামলা করা হয়েছে, কিভাবে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে সেগুলো একটু শুনিয়ে আসবেন। তাহলে দেখবেন তাদের কাহিনীগুলো আর আপনার ঘটানো পেট্রোল বোমা হামলাগুলো এক এবং দুটির মধ্যে প্রচন্ড মিল খুঁজে পাবেন।

জাতীয় স্বাধীনতা পার্টির সভাপতি মোয়াজ্জেম হোসেন খান মসলিসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে