সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ০৪:৩৫:৫৮

‘রক্ত দিয়েছি, জেল খেটেছি’

 ‘রক্ত দিয়েছি, জেল খেটেছি’

ঢাকা : বাংলাদেশে ইসলামিক স্টেটের থাকার কথা স্বীকার করতে ‘প্রচণ্ড চাপ আছে’ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছেন তাতে আতঙ্কবোধ করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। নোমান বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে আমি আতঙ্কিত হয়েছি। দেশের জন্য রক্ত দিয়েছি, জেলে খেটেছি। আইএস ধ্বংস করবে দেশ, মানুষ হত্যা করবে তা চাই না। তিনি বলেন, সংলাপ মানে কেবলমাত্র নির্বাচন নিয়ে নয়, বর্তমান সংকট নিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সংলাপ হতে পারে। আইএসের হুমকি মোকাবিলায় সংলাপের প্রয়োজনীয়তা রয়েছে। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী কৃষকদল এ আলোচনা সভার আয়োজন করে। নোমান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, দেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্র সবাই মিলে প্রতিহত করতে হবে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সংলাপে বসতে হবে। তিনি বলেন, বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য সংলাপের আহ্বান করছি না। বিচ্ছিন্নভাবে যারা দেশে সন্ত্রাস করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হলেও জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। নোমান বলেন, শেখ মুজিবুর রহমান হত্যার বিচারের কথা উঠলে জাসদ, ইনু ও তাহেরদের বিচার হতে হবে। কিন্তু রাজনীতি থেকে এসব ঘটনা আড়াল করতে চাচ্ছে জাসদ। তিনি বলেন, ৭ নভেম্বর পরাজিত হলে ৭১ সালের মুক্তিযুদ্ধও পরাজিত হতো। ৭ নভেম্বর মুক্তিযুদ্ধের বিজয় সুনিশ্চিত করেছে। ৭ নভেম্বরের কারণে বহুদলীয় গণতন্ত্র ও সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে আমরা পেয়েছি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, দলের সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। ৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে