নিউজ ডেস্ক : শিল্পকলা একাডেমির নাট্যশালার মূলমঞ্চে একটি নাটকের মহড়া চলছিল। মহড়ায় অংশ নিয়েছিলেন নরওয়ে থেকে আসা অতিথি নাট্যশিল্পীরা। এমন সময়ে এক ব্যক্তি (ছবিতে-সাদা শার্ট, গ্যাবাডিং প্যান্ট পরা) কালো ব্যাগটি নিয়ে কৌশলে সটকে পড়ে।
ব্যাগের মধ্যে উক্ত নরওয়েজিয়ান ব্যক্তির ল্যাপটপ, পাসপোর্ট, মোবাইলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি ছিল। পরবর্তীতে সিসি ক্যামেরায় ধরা পড়ে এই ঘটনা।
ছবিতে চিহ্নিত ব্যক্তিকে কেউ চিনে বা জেনে থাকলে তাকে গ্রেপ্তারে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। তথ্যদাতার পরিচয় গোপন রাখবে পুলিশ।
তথ্য দিতে সরাসরি কল করুন :
সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) 01713-373202
সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) 01713-398760
অফিসার ইনচার্জ (ওসি-রমনা) 01713-373125
আইসি (কাকরাইল পুলিশ ফাঁড়ি) 01915-684228
- ডিএমপি নিউজ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস