শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭, ০৯:৪৯:৫৫

বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে খালেদার গাড়িবহরে হামলা : এনামুল হক

বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে খালেদার গাড়িবহরে হামলা : এনামুল হক

নিউজ ডেস্ক : বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়ে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।

তিনি বলেন, এ হামলার সঙ্গে আওয়ামী লীগের কোন নেতাকর্মী জড়িত নয়। বিএনপি নেত্রীর সফর নিয়ে ফেনীতে গত তিনদিন ধরে দলীয় কোন্দল শুরু হয়। এ নিয়ে ১০ দফা হামলা-পাল্টা হামলার ঘটনাও ঘটে বলে আমরা জেনেছি। মূলত বিএনপি আন্দোলন করার ইস্যু খুঁজে পাচ্ছিল না, তাই ইস্যু খুঁজতে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের জন্য বাই রোডে গেছে।

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার পর শনিবার রাতে দলের প্রতিক্রিয়া জানতে চাইলে এনামুল হক শামীম এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেননি। আওয়ামী লীগ সব সময়ই গণমাধ্যমকর্মীদের সম্মান করে।

আওয়ামী লীগের চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলনের ইস্যু খুঁজছিল। কিন্তু তারা কোনভাবেই ইস্যু পাচ্ছিল না। রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের জন্য নয়, ইস্যু খুঁজতে তারা কক্সাবাজার যাচ্ছে।  

এনামুল হক শামীম বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার সফর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খালেদা জিয়ার জন্য ফেনী সার্কিট হাউজ বরাদ্ধ করা হয়েছে। তিনি সেখানে ভালোভাবে পৌঁছেছেন। আমাদের দলের নেত্রী যখন বিরোধী দলীয় নেত্রী ছিল তখন সার্কিট হাউজে উঠতে দেওয়া হয়নি। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। মূলত তারা আন্দোলনের ইস্যুর জন্যই এই ঘটনা ঘটিয়েছে।  

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে