রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭, ০৮:৩৪:০৭

খালেদার জিয়ার কক্সবাজার যাত্রা নির্বাচনী জনসংযোগের সুযোগ : আমানুল্লাহ কবির

খালেদার জিয়ার কক্সবাজার যাত্রা নির্বাচনী জনসংযোগের সুযোগ : আমানুল্লাহ কবির

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ক্সবাজারের পথে রয়েছেন। শনিবার কক্সবাজারের পথে যাত্রা শুরু করার পর পথে পথে বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে তৃর্ণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথাবার্তা বলছেন।

নিবাচর্নকে সামনে রেখে মাঠপর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় করার কি সুযোগ নিচ্ছে এমন প্রশ্নে সিনিয়র সাংবাদিক ও বিএনপির রাজনৈতিক পর্যবেক্ষক আমানুল্লাহ কবির বিবিসি বাংলাকে বলেন, বিএনপির এই যাত্রা সেই নির্বাচনী জনসংযোগের সুযোগ করে দিয়েছে।

তিনি বলেন, যে যাই বলুক এখানে রাজনীতির একটি বিষয় থেকেই যাচ্ছে, যেহেতু সামনে নির্বাচন। আর এই নির্বাচনের একটা আবহাওয়া দেখা যাচ্ছে খালেদা জিয়া কক্সবাজার গেলেন আর বিভিন্ন নেতাকর্মীরা জড় হচ্ছেন এবং তাদের সাথে কথা বলছেন এটাও কিন্তু সংগঠনের কাজ।

তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে এই যাত্রা মাঠ পর্যায়ের নেতা-কর্মীদেরও সক্রিয়করার একটা চেষ্টা।

এদিকে ক্ষমতাসীন দলের কিছু নেতারা বলছেন, রোহিঙ্গা ক্যাম্প সফরকে রাজনৈতিক কাজে ব্যবহারের সুযোগ নিচ্ছে বিএনপি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে