সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ১১:৩২:০০

মোবাইল ব্যবহারে পুলিশে কড়াকড়ি

 মোবাইল ব্যবহারে পুলিশে কড়াকড়ি

ঢাকা : দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। চেকপোস্টে দায়িত্ব পালনের সময় নির্দিষ্ট অবস্থান ছেড়ে দূরে দাঁড়িয়ে অনেকপুলিশ সদস্যকে মোবাইল ফোনে ব্যক্তিগত আলাপ বা ইন্টারনেট ব্যবহার করতে দেখা যায়। দুর্বৃত্তরা এমন অসতর্কতার সুযোগ নিতে পারে বলে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সোমবার রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের উপস্থিতিতে অনুষ্ঠিত নিরাপত্তা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার দুপুরে শুরু হওয়া সভা সন্ধ্যার আগে শেষ হয়। সভায় অংশ নেয়া কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, দেশের চলমান পরিস্থিতিতে মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের নিরাপত্তার বিষয়ে নির্দেশনা দিতে এ সভার আয়োজন করা হয়। সভায় ঢাকা মহানগর ও রেঞ্জ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নিজেদেরও নিরাপদ রাখতে হবে। পুলিশ বাহিনীকে আরো সতর্ক হয়ে দায়িত্ব পালন করতে হবে। হামলা হলে প্রতিরোধের সুবিধার্থে দলবদ্ধভাবে দায়িত্ব পালন করবেন। আক্রান্ত হলে প্রয়োজনে গুলি ছোড়ার কথাও বলেন আইজিপি। সভায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামানসহ এসপিবিএন, এপিবিএন, পিবিআই, শিল্প পুলিশসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে