সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭, ০৭:৪৫:০২

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার কথোপকথন ফাঁস

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার কথোপকথন ফাঁস

নিউজ ডেস্ক : ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে শাহাদাত ও মোবারকের মধ্যে কথোপকথন ফাঁস করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি একটি অডিও রেকর্ড শোনান সাংবাদিকদের।

খালেদা জিয়ার গাড়িবহরে কারা হামলা করেছে তার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করে হানিফ বলেন, ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে যে হামলা হয়েছে তা পূর্বপরিকল্পিত। বিএনপির চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা. শাহাদাত হোসেনের নির্দেশে এ হামলা হয়েছে। তিনি মোবারক নামে নোয়াখালীর এক কর্মীকে হামলার নির্দেশ দেন।
 
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গরিব-মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে হানিফ এসব কথা বলেন। এনাম-আনার জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হানিফ।
 
হানিফ বলেন, রোহিঙ্গাদের দেখতে যাওয়ার নামে নাটক করছেন খালেদা জিয়া। তার গাড়িবহরে যে হামলা হয়েছে সেটিও পূর্বপরিকল্পিত। এই ঘটনার পরিকল্পনার বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন এবং ফেনী বিএনপির এক নেতার মধ্যে কথোপকথনে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।  

হানিফ বলেন, ‘ইন্টারনেটের কল্যাণে এই হামলার পরিকল্পনার একটি কথোপথন প্রকাশ হয়েছে। তাতে চট্টগ্রাম মহানগরের বিএনপির সভাপতি এবং ফেনী বিএনপির এক নেতার কথোপকথনের মাধ্যমে প্রমাণ হয় এই হামলা সম্পূর্ণরুপে পরিকল্পিত।’

অডিওর ওই রেকর্ডে শোনা যায়, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি বলছেন, ‘ম্যাডামের গাড়িতে যেন ঢিল না পরে’। তখন অপর প্রান্ত থেকে বলা হয়, ‘না লিডার ওদের সব বুঝিয়ে দেয়া হয়েছে, ম্যাডামের গাড়িতে কোন ঢিল পড়বে না। ওদের বুঝিয়ে দিয়েছি শুধু সাংবাদিকদের ওপর হামলা করতে হবে।’

শাহাদাত হোসেন তখন বলেন, ‘কিছু ছাত্রলীগের নেতাদের নিয়েছো?’। জবাবে ফেনী বিএনপির ওই নেতা বলেন ‘হ্যাঁ, ওরা স্থানীয় কয়েকজন, ওদের টাকা পয়সা দিয়ে দেওয়া হয়েছে কোন সমস্যা হবে না, ম্যাডামের গাড়িতে কোন ঢিল পরবে না।’
 
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে