মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭, ০৪:২৯:৩৪

ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেনে এবার বিমানের মতোই ব্যবস্থা

ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেনে এবার বিমানের মতোই ব্যবস্থা

নিউজ ডেস্ক : এতদিন মাঝপথে নামতে হত। সেটা গেদে হোক বা দর্শনা। মালপত্র-সহ ট্রেন থেকে নেমে যেতে হত অভিবাসন ও শুল্ক সংক্রান্ত পরীক্ষার জন্য। ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের যাত্রীদের আর এই হ্যাপা পোহাতে হবে না।

কলকাতা ও ঢাকা স্টেশনেই এই কাজ সেরে ফেলা হবে। বিমানবন্দরে ঠিক এমনটাই হয়। বিমানে ওঠার আগে এবং বিমান থেকে নামার পরেই অভিবাসন ও শুল্ক সংক্রান্ত পরীক্ষা হয়। কিন্তু, এত দিন ট্রেনপথে সেই সুবিধা মিলত না।

সোমবার বাংলাদেশ রেলের এডিজি হবিবুর রহমান ও ভারতীয় রেলের কর্তারা জানিয়েছেন, আগামী নভেম্বরেই চালু হবে নয়া এই পরিষেবা। এতে যাত্রার সময় ৯ ঘণ্টা থেকে ৬-৭ ঘণ্টায় নেমে আসবে। এ খবর জানিয়েছে কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার।

দু'দেশের যাত্রীরাই সীমান্তে দু'-তিন ঘণ্টা ধরে ওই ভোগান্তি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘ দিন ধরে। অবশেষে দু'টি দেশ সিদ্ধান্ত নিয়েছে, বিমানে বিদেশযাত্রার মতোই মৈত্রী এক্সপ্রেসেও যাবতীয় পরীক্ষা হবে শুধু দুই প্রান্তে। মাঝে কোনও স্টেশনে নামা যাবে না। দু'দেশের এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে