মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭, ০৫:০৫:০৫

পাকিস্তান সীমা লঙ্ঘন করলে ভিন্ন ব্যবস্থা নেবে বাংলাদেশ

পাকিস্তান সীমা লঙ্ঘন করলে ভিন্ন ব্যবস্থা নেবে বাংলাদেশ

নিউজ ডেস্ক : পাকিস্তানের উদ্দেশ্যমূলক উস্কানি সীমার বাইরে গেলে ভিন্ন ব্যবস্থা নেবে বাংলাদেশ। পাকিস্তানের রাষ্ট্রদূতকে একথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ।

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে পাকিস্তানের ধৃষ্টতাপূর্ণ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের কারেণ দেশটির ঢাকাস্থ রাষ্ট্রদূত রফিউজ্জামান সিদ্দিকীকে তলব করে এমন বার্তাই দিয়েছে ঢাকা।

আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে পাকিস্তানের রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে হাজির হন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কামরুল আহসানের কক্ষে প্রবেশ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রফিউজ্জামানের কাছে ইতিহাস বিকৃতি করে দেওয়া পোস্টের ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হয়।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে