নিউজ ডেস্ক : চলতি সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বুধবার থেকে শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর দেশব্যাপী ২ হাজার ৮শ’ ৩৪টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর ২৮ হাজার ৬শ’ ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮শ’ ২০ জন পরীক্ষার্থী এ দু’টি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এরমধ্যে ১১ লাখ ৪৪ হাজার ৭শ’ ৭৮ জন ছাত্র এবং ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন ছাত্রী রয়েছে।
এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ২ শ’ ৬৪ জন বেড়েছে। পাশাপাশি, গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যাও ৫৬ হাজার ৪৫ জন বৃদ্ধি পেয়েছে। এজন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও ১শ’টি বাড়ানো হয়েছে।
তবে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১শ’ ৩৩টি। এ বছর জেএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৬ হাজার ২শ’ ১২ জন এবং জেডিসি পরীক্ষায় ১৪ হাজার ৩শ’ ৬৭ জন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বছর বাংলাদেশের বাইরে সৌদি আরব, লিবিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও ওমানের মোট ৯টি কেন্দ্রে ৬শ’ ৫৯ জন পরীক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশে নিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব সোহরাব হোসেন এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
জেএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল, দেখে নিন পরীক্ষার সময়সূচী : -
তারিখ |
বিষয় |
বিষয় কোড |
১/১১/২০১৭ |
বাংলা প্রথম পত্র |
১০১ |
২/১১/২০১৭ |
বাংলা দ্বিতীয় পত্র |
১০২ |
৫/১১/২০১৭ |
ইংরেজি প্রথম পত্র |
১০৭ |
৬/১১/২০১৭ |
ইংরেজি দ্বিতীয় পত্র |
১০৮ |
৭/১১/২০১৭ |
ধর্ম ও নৈতিক শিক্ষা |
১১১ |
৮/১১/২০১৭ |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
১৫৮ |
৯/১১/২০১৭ |
বিজ্ঞান |
১২৭ |
১১/১১/২০১৭ |
কর্ম ও জীবনমুখী শিক্ষা |
১৫৫ |
১২/১১/২০১৭ |
গনিত |
১০৯ |
১৩/১১/২০১৭ |
শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য |
১৪৭ |
১৪/১১/২০১৭ |
কৃষি/গার্হস্থ্য বিজ্ঞান |
১৩৪/১৫১ |
১৬/১১/২০১৭ |
বাংলাদেশ ও বিশ্বপরিচয় |
১৫০ |
১৮/১১/২০১৭ |
চারু ও কারুকলা |
১৪৮ |
বিঃদ্রঃ - কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য , চারু ও কারুকলা এ ৩ টি বিষয় অনিয়মিত পরিক্ষার্থীদের জন্য ।
এমটিনিউজ২৪/এম.জে/এস