মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫, ০২:৫৫:৪২

পৌর নির্বাচন তিন পদে একই প্রতীক ব্যালট চেনাও দায়

পৌর নির্বাচন তিন পদে একই প্রতীক ব্যালট চেনাও দায়

নিউজ ডেস্ক: আসন্ন পৌরসভা নির্বাচনে প্রতীকে সিলমারা ও ব্যালট চেনার ক্ষেত্রে বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। বিশেষ করে ভোট দিতে গিয়ে এবার মারাত্মক বিপাকে পড়বেন অক্ষরজ্ঞানহীন ভোটাররা। কারণ ব্যালট তিনটি থাকলেও তিন পদে একই প্রতীক থাকছে। এক্ষেত্রে পছন্দের প্রার্থীকে নিশ্চিত ভোট দিতে গিয়ে ভোটারদের অনেকে তালগোল পাকিয়ে ফেলতে পারেন। ব্যালট সনাক্তেও ধাঁধায় পড়বেন তারা। তিন ব্যালটের রঙ তিন রকম হলেও কোনিট কোন্ পদের সেটি মনে রাখা নিয়েও জটিলতায় পড়বেন প্রার্থীর নাম পড়তে না পারা ভোটাররা। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক বলেন, ‘যেহেতু দলীয়ভাবে নির্বাচন করতে হচ্ছে, সেহেতু তিনটি পদে (মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর) দলীয় প্রতীক থাকবে। এক্ষেত্রে প্রতীক সনাক্তে কিছু জটিলতা থাকলেও আমরা তিন রঙের তিনটি ব্যালট পেপার রাখবো। যেটুকু জটিলতা হবে তা সকলের ক্ষেত্রে সমান।’ স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ অনুযায়ী, দলীয়ভাবে আয়োজিত এ নির্বাচনে তিনটি পদে প্রার্থীরা স্ব স্ব নিবন্ধিত রাজনৈতিক দলের একই প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। প্রতীক একই থাকলেও মেয়র প্রার্থীদের জন্য সাদা, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের জন্য গোলাপী এবং সবুজ রংঙের ব্যালট রাখা হবে সাধারণ কাউন্সিলর প্রার্থীদের জন্য। নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের ৪০টি প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য আলাদাভাবে সংরক্ষিত ৩৪টি প্রতীক নিয়ে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। নির্বাচন বিশেষজ্ঞদের মতে, দেশের ভোটারদের বড় একটি অংশ অক্ষরজ্ঞানহীন। ফলে ভোটের দিন ভোটকেন্দ্রে গিয়ে ওই ভোটারের পক্ষে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর ব্যালট পেপার চিহ্নিত করা কঠিন হয়ে পড়বে। এছাড়াও আগে ভোটাররা প্রতীক দেখে ভোট দিতেন। নির্বাচনে ডামি ব্যালট ব্যবহারের সুযোগ থাকলে ভোটের আগেই সচেতন হতে পারতেন অশিক্ষিত ভোটাররা। এদিকে, প্রতীক বরাদ্দের পর স্বল্প সময়ের মধ্যে ২৪৫টি পৌরসভার জন্য ৩ হাজার ২৬৭ ধরনের মোট ২ কোটি ১৮ লাখ ব্যালট পেপার ছাপাতে হবে। এছাড়াও ব্যালটে এবার প্রার্থীর প্রতীকের পাশাপাশি নাম উল্লেখ থাকায় দুশ্চিন্তায় পড়েছে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন, অন্যবারের মতো সাধারণ ব্যালট পেপার ছাপানো হলেও এবারই প্রথম প্রত্যেক পৌরসভার জন্য আলাদা আলাদা ব্যালট ছাপাতে হবে। ২৪৫টি পৌরসভায় সাধারণ ওয়ার্ড হবে ২ হাজার ২৬৭টি এবং সংরক্ষিত ওয়ার্ড হবে ৭৫৫টি। অন্যবারের তুলনায় খরচ ও ব্যালটের আকারও বাড়বে। পৌর ভোটের কেন্দ্র ঠিক করতে ইসির চিঠি ২৪৫টি পৌরসভার মধ্যে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার উপযোগী করার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির সহকারী সচিব রওশন আরা বেগম স্বাক্ষরিত পৃথক চিঠি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকে সারা দেশে আনুমানিক ২৪৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছোটখাটো মেরামত করে ব্যবহার উপযোগী করা প্রয়োজন।-ইত্তেফাক ১০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে