মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭, ০৯:২৭:২৩

উৎপল দাস ফিরে না এলে কঠোর আন্দোলন

উৎপল দাস ফিরে না এলে কঠোর আন্দোলন

নিউজ ডেস্ক : উৎপল দাসের সন্ধান চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সহকর্মীরা। এ সময় তাকে ফিরে পেতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা।

অন্যথায় প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধ করে আন্দোলনের ঘোষণাও দিয়েছেন তারা। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে সর্বস্তরের সাংবাদিকরা অংশ নেন।

এসময় সাংবাদিক নেতারা বলেন, আজকের মধ্যেই উৎপল দাসের সন্ধান দিতে হবে। নইলে আগামীকাল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) বিক্ষোভ সমাবেশ থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচিতে বক্তব্য দেন, দেশ বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, যুগ্ম মহাসচিব পুলক ঘটক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানি, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী ও ইলিয়াস খান, বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, ঢাকা সাব এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক উম্মুল ওয়ারা সুইটি, তাসকিনা ইয়াসমিনসহ অনেকে।

কর্মসূচিতে বক্তারা বলেন, এতদিন সাংবাদিকেরা অন্যদের নিখোঁজ হওয়ার সংবাদ লিখে আসছেন। এখন তারা নিজেরাই এর শিকার। সাংবাদিক সমাজ উৎপলকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চান। তারা উৎপলকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

পীর হাবিবুর রহমান বলেন, উৎপলের বাবা মাকে কি জবাব দিবো তার ভাষা আমার জানা নেই। সে এমন কোন ধর্ণাঢ্য পরিবারের সন্তান নয় যে; কেউ তাকে অপহরণ করে তার কাছে মুক্তিপণ চাইবে। সে এমন কোন কাজ করেনি, যে সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে যাবে। কিন্তু এতদিন ধরে তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে