নিউজ ডেস্ক: পরীক্ষা দিতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পাগলা নদীতে নৌকা ডুবে ২ জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহত নাদিয়া আকতার নবীনগরের বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তবে অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি। নবীনগর থানার সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বুধবার সকাল থেকে দুই হাজার ৮৩৪টি কেন্দ্রে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।
১ নভেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর