বুধবার, ০১ নভেম্বর, ২০১৭, ০২:৫৮:৫২

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিলম্বের জন্য বাংলাদেশকেই দায়ী করল মিয়ানমার

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিলম্বের জন্য বাংলাদেশকেই দায়ী করল মিয়ানমার

নিউজ ডেস্ক : মিয়ানমার সরকার দাবি করেছে, রোহিঙ্গা প্রত্যাবাসনে বিলম্বের জন্য বাংলাদেশই দায়ী। তাদের দাবি, বাংলাদেশ রোহিঙ্গাদের  জন্য ‘মাল্টি মিলিয়ন ডলার’ আন্তর্জাতিক সহায়তা পাওয়ার আশায় এ দেরি করছে।

সম্প্রতি মিয়ানমার সেনাদের নির্মম অত্যাচার ও ধর্মীয় বিবাদের কারণে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বৌদ্ধপ্রধান মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে পালিয়ে গেছে।

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির মুখপাত্র জাউ হাতায়ে মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে বিলম্বের জন্য বাংলাদেশকে দায়ী করেন। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এ দাবি করেন।

সু চির মুখপাত্র হাতায়ে বলেন, মিয়ানমার যে কোনো সময় শরণার্থীদের প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত। এজন্য ১৯৯০ সালে বাংলাদেশ-মিয়ানমারের সমঝোতাকে ভিত্তি ধরতে হবে। তবে তিনি বলেন, বাংলাদেশকে সে ধারাগুলো এখন মেনে নিতে হবে।

হাতায়ে বলেন, ‘আমরা শুরু করতে রাজি। কিন্তু বাংলাদেশ পক্ষ এখনও তা গ্রহণ করেনি। এতে প্রক্রিয়াটি দেরি হয়ে যাচ্ছে।-রয়টার্স
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে