নিউজ ডেস্ক : জেল হত্যা দিবস উপলক্ষে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। একইসঙ্গে জাতীয় চারনেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকাল সাতটায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় জেল হত্যা দিবসের কর্মসূচি। আওয়ামী লীগের পাশাপাশি, যুব লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষও শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের অভিযোগ করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র থেমে যায়নি । তবে আওয়ামী লীগ সজাগ আছে বলেও জানান তিনি। বঙ্গবন্ধুর সহপরিবার হত্যা ও চার নেতার হত্যার পর ২০০৪ সালের একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনাও একইসূত্রে গাঁথা বলে মনে করেন দলের ওবায়দুল কাদের।
দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানিয়ে ষড়যন্ত্রকারীদেরও হুঁশিয়ার করেন তিনি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যরা নিহত হন। আর সে হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় দেড় মাস পর ৩ নভেম্বর জেল খানার ভেতরে জাতীয় চার নেতাকে হত্যা হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস