নিউজ ডেস্ক : দেশের রাজনৈতিক ইতিহাসের খলনায়কদের খেলা এখনো শেষ হয়নি। তারা এখনো সক্রিয় ষড়যন্ত্র নিয়ে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, তবে তাদের জেনে রাখা উচিত যে ১৯৭৫, ২০০৪ ও ২০১৭ এক নয়। তাদের ষড়যন্ত্র সম্পর্কে থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ আগের যে কোন সময়ের চেয়ে এখন অনেক বেশি সচেতন এবং শক্তিশালী। যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা সব সময় প্রস্তুত রয়েছি।
শুক্রবার সকালে ঐতিহাসিক জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ আগের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি সচেতন এবং শক্তিশালী। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা সব সময় প্রস্তুত রয়েছি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর পাকিস্তানের দোসর স্বাধীনতা বিরোধি একটি চক্র বঙ্গবন্ধুর চার ঘনিস্ট সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করে।
এমটিনিউজ/এসএস