মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫, ০৩:৪২:৩২

৬১টি ব্রিজ নির্মাণের উদ্যোগ

৬১টি ব্রিজ নির্মাণের উদ্যোগ

ঢাকা : পশ্চিমাঞ্চলে ছোট ও মাঝারি ধরনের ৬১টি ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ণের লক্ষ্যে এমন উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানা গেছে। এজন্য ২ হাজার ৯১১ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পসহ মোট ১০ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আজকের একনেক বৈঠকে ৬ হাজার ২৫০ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে মোট ১০ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি অর্থায়ন ২ হাজার ৬৭২ কোটি ৪৫ লাখ এবং প্রকল্প সাহায্য ৩ হাজার ৫৭৮ কোটি ১৩ লাখ টাকা।’ ১০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে