শনিবার, ০৪ নভেম্বর, ২০১৭, ০৭:২০:৩৩

‘অপশক্তিকে পরাজিত করতে পারলেই মানুষের জীবনে শান্তি আসবে’

‘অপশক্তিকে পরাজিত করতে পারলেই মানুষের জীবনে শান্তি আসবে’

নিউজ ডেস্ক : আজ জাতীয় ঐক্য প্রয়োজন, ঐক্যবদ্ধ হয়েই সরকারকে হটাতে হবে। আমরা যদি এই অপশক্তিকে পরাজিত করতে পারি তাহলেই এই দেশের মানুষের জীবনে শান্তি আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বিএনপির ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীর ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আফসার আহমদ স্মৃতি ফাউন্ডেশন এ সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, রাজনীতি হয়ে দাঁড়িয়েছে একটা হাতিয়ার। এ জন্য তরুণরা রাজনীতিকে ঘৃণা করছে।

সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরীন খান, আফসার আহমদ স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক বেগম জাহানারা সিদ্দিকী প্রমুখ।

এর আগে, দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় মওদুদ আহমেদ বলেন, সরকার পরিবর্তনের গণজোয়ার এলে প্রশাসন ও পুলিশ ক্ষমতাসীনদের পক্ষে থাকবে না।

তিনি বলেন, দেশের মানুষ সরকারের পরিবর্তন চায়। একটা ভোট দিয়ে দেখেন, মানুষ পরিবর্তন চায় কিনা। সুষ্ঠু নির্বাচন হলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের জনপ্রিয়তা কোথায় নেমে গেছে। জোর করে সন্ত্রাস করে, পুলিশ দিয়ে, র‌্যাব দিয়ে কত দিন আপনারা দেশ চালাবেন।
 
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে