শনিবার, ০৪ নভেম্বর, ২০১৭, ১০:০৪:২৭

বিশ্ব পরমাণু ক্লাবে যুক্ত হলো বাংলাদেশ

বিশ্ব পরমাণু ক্লাবে যুক্ত হলো বাংলাদেশ

নিউজ ডেস্ক : পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রথম ইউনিটের লাইসেন্স প্রাপ্তির মধ্যদিয়ে নিউক্লিয়ার নেশন হিসেবে বিশ্ব পরমাণু ক্লাবে যুক্ত হলো বাংলাদেশ। বাংলাদেশ হলো এই ক্লাবের ৩২তম দেশ।

বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথোরিটির (বিএইআরএ) চেয়ারম্যান নঈম চৌধুরী আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান দিলিপ কুমার সাহার কাছে লাইসেন্স তুলে দেন।

বিএইআরএ সূত্রে জানা যায়, শর্তসাপেক্ষে এই লাইসেন্স দেওয়া হয়েছে। নি:শর্ত লাইসেন্স পেতে হলে আণবিক শক্তি কমিশনকে কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে।

এর মধ্যে রয়েছে প্রকল্প এলাকার বেলেমাটি পরমাণু চুল্লি (রিঅ্যাক্টর) স্থাপনের উপযোগী করে তোলা, পদ্মাপাড়ের প্রতিরক্ষা বাঁধ বিদ্যুৎকেন্দ্রের জন্য নিরাপদ করে তোলা, জরুরি অবস্থায় ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা চূড়ান্ত করা এবং প্রকল্পের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা।

আর এই কাজগুলো সম্পন্ন করতে পারলে আগামী মার্চ মাস তারা নি:শর্ত লাইসেন্স পাবে বলে আশা করছে আণবিক শক্তি কমিশন। এদিকে, আগামী ৩০ নভেম্বর পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মূল কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে