রবিবার, ০৫ নভেম্বর, ২০১৭, ১২:৫৫:০৩

গ্রেপ্তার হয়নি ‘সুবোধ’ কিন্তু কেন এই গুজব?

গ্রেপ্তার হয়নি ‘সুবোধ’ কিন্তু কেন এই গুজব?

নিউজ ডেস্ক : ‘গ্রেপ্তার হয়েছে সুবোধের আর্টিস্ট!’ শুক্রবার দিনভর ফেসবুকে এমন খবর ছড়িয়ে পরে। শুরু হয় তুমুল সমালোচনা। কিন্তু এই খবরের ভিত্তি খুঁজতে গিয়ে জানা গেলো ইংরেজি দৈনিক ডেইলি স্টারের একটি রম্য সংবাদকে ঘিরেই ছড়িয়ে পরে এই গুজব।

এমনকি আরো কয়েকটি অনলাইন পত্রিকাও সরাসরি খবর হিসেবেই ছেপে দেয় গ্রেপ্তার হওয়া ওই রম্য সংবাদটিকে। তবে অনেক নিউজ পোর্টালই বিষয়টিকে সরাসরি সংবাদ হিসেবে প্রকাশ করেছে। যার কারণেই মূলত সুবোধের আর্টিস্ট গ্রেপ্তারের এই বিভ্রান্তি ছড়ায়।

এমনকি ভারতের কলকাতা থেকে চালিত একটি অনলাইন সংবাদ মাধ্যমও সংবাদ প্রকাশ করে সুবোধের গ্রেপ্তার নিয়ে। তারা শিরোনাম করে- “সুবোধ’কে জেলে পাঠিয়ে নিশ্চিন্তে সরকার। এইসব খবরের সূত্র ধরেই অনলাইনে শুরু হয় তোলপার। অনেকেই মন্তব্য করতে থাকেন সুবোধের আর্টিস্টকে গ্রেপ্তার করার বিষয়টি একটি প্রহসন।

কেউ কেউ বিভিন্ন পত্রিকার সংবাদ কর্মীদের ইনবক্স করে, ফোন করে গ্রেপ্তারের সত্যতাও যাচাই করতে শুরু করেন। কেউ বা গ্রেপ্তারকে সত্য মনে করে তীব্র প্রতিবাদও জানান। তবে এটি যে একটি ভুয়া সংবাদ সে বিষয়টিও অনলাইনে পোস্ট দিয়ে জানান অনেকে। কেউ কেউ গ্রেপ্তারের পোস্ট মুছে দুঃখ প্রকাশ করেন।

ফেইসবুকে ঢু মেরে দেখা গেল, আরও বেশ কিছু পরিচিত অপরিচিত পোর্টাল একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে। কখনও অনলাইন ডেস্ক, কখনও নিজস্ব প্রতিবেদকের বাইলাইনে প্রতিবেদনগুলো আসলে পুরোপুরি অথবা। সঙ্গে ঢাকার বিভিন্ন দেয়ালে সেই শিল্পীর আঁকা গ্রাফিতির ছবি।

কিন্তু ফেইসবুকে থাকা অনেক পাঠক ততক্ষণে প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছেন। সুবোধের পক্ষে দাঁড়িয়ে তারা পুলিশ আর ৫৭ ধারার কঠোর সমালোচনা করেছেন। এদিকে কলামনিস্ট আফসান চৌধুরী ফেইসবুকে লেখেন, স্যাটায়ার আর ফেইক নিউজের পার্থক্য যে বোঝে না, তার তা লিখতে যাওয়া উচিৎ না।

পরে ডেইলি স্টারের অনলাইন সংস্করণে লেখাটির শিরোনামের ওপরে (শোল্ডার) একবার ‘স্যাটায়ার’ এবং হেডলাইনের সঙ্গে ব্র্যাকেটের ভেতরে দ্বিতীয়বার ‘স্যাটায়ার’ লিখে দেওয়া হয়।

সুবোধ সিরিজের ছবির গল্পে স্টাইলের সাথে অনেকেই বিশ্বের বিখ্যাত গ্রাফিতি আর্টিস্ট ব্যাংকসির ছায়া খুঁজে পান। এই গ্রাফিতি আর্টিস্টকে নিয়ে রহস্যর শেষ নেই। প্রায় প্রতিবছরই তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন গুজব শোনা যায় ফেসবুক কিংবা টুইটার ব্লকে।

এমনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে