রবিবার, ০৫ নভেম্বর, ২০১৭, ১১:২৫:২১

আগামী নির্বাচনে বিএনপি বিরোধী দলে থাকবে : নৌমন্ত্রী

আগামী নির্বাচনে বিএনপি বিরোধী দলে থাকবে : নৌমন্ত্রী

নিউজ ডেস্ক : বিএনপি নেত্রী খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে। তাই তিনি বর্তমান সরকারের কোনো উন্নয়ন চোখে দেখেন না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

শাজাহান খান বলেন, কিছু উন্নয়ন দেখলেও টেকশই গণতন্ত্র নেই বলে তিনি মন্তব্য করছেন। দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সে নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। আর বিএনপি বিরোধী দলের আসনে বসবে।

মন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া সরকারের আমলে দেশের অবস্থা ছিল এমন- উপরে ফিটফাট আর ভেতরে সদরঘাট। কিন্তু শেখ হাসিনার সরকারের সময় তা পাল্টে গেছে। যারা নদী দখল ও দূষণ করে নদীকে হত্যা করছে তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের সকল নদী দখলমুক্ত ও নাব্যতা ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিকূলতা সত্ত্বেও আগের চেয়ে নৌপথ এখন সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও নিরাপদ। আগের তুলনায় নৌ-দুর্ঘটনা কমে এসেছে।

রোববার বিকেলে মংলা বন্দর হতে চাঁদপুর-মাওয়া-গোয়ালন্দ হয়ে পাকশী পর্যন্ত নৌ-রুটের নাব্যতা উন্নয়নে ড্রেজিং কাজের উদ্বোধন শেষে পাটুরিয়া বাস টারমিনালে আয়োজিত সুধি সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে