নিউজ ডেস্ক : কোন অশুভ শক্তি যেন ২০১৮ সালের নির্বাচনকে নিয়ে বানচাল করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। কারণ একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম।
রোববার কুমিল্লা টাউন হল বীরচন্দ্র নগর মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, আগামী ২০১৮ সালে দেশে একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সংবিধান মোতাবেক নির্বাচন কমিশনার ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আয়োজন করবেন। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এসে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।
কুমিল্লা জেলা প্রশাসক মো: জাহাংগীর আলমের সভাপতিত্বে কর্মশালা বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয স্থায়ী কমিটির সভাপতি মো: আব্দুল আব্দুল ওয়াদুদ দারা এমপি, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: বদরুল হাসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান রিয়াল এডমিরাল আবু তাহের, কুমিল্লা জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ফারুক হোসেন, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার ও কুমিল্লা সদর উপজেলার চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল প্রমুখ।
এমটিনিউজ/এসবি