মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫, ০৭:২৫:৩৬

কলিংবেলে ধরা খেল মিলিটারি পুলিশ কোপানো দুর্বৃত্ত

 কলিংবেলে ধরা খেল মিলিটারি পুলিশ কোপানো দুর্বৃত্ত

ঢাকা : এবার কলিংবেলে ধরা খেল মিলিটারি পুলিশ কোপানো সেই দুর্বৃত্ত। রাজধানীর উত্তর কাফরুলের কচুক্ষেত এমপি চেকপোস্টে মিলিটারি পুলিশের ল্যান্স করপোরাল সামিদুল ইসলামকে (৩০) কুপিয়ে আহত করা সেই দুর্বৃত্ত ধাওয়া খেয়ে পালানোর পথ না পেয়ে একটি বাসায় ঢুকে পড়ে।পরিকল্পনা ছিল ওই বাসার ছাদ দিয়ে পালানোর।তবে দরজা বন্ধ থাকায় ছাদে যাওয়ার চেষ্টা করেও পারেননি। যে বাড়িটি থেকে ওই যুবককে আটক করা হয়েছে সে বাড়ির পঞ্চম তলার ভাড়াটিয়া সাজ্জাদের স্ত্রী সোমা খানম জানান, হঠাৎ কলিংবেলের শব্দ পেয়ে ছোট বাচ্চাটি দরজা খুলে দেয়।তারপর অপরিচিত একজন বাসার ভিতর ঢুকে তার কাছে পানি খেতে চান। তিনি পানি না দিলে, লোকটি তার দেবর সুমন সিকদারকে বলেন, ‘আমাকে কিছু লোক ধাওয়া করেছে আশ্রয় দেন। তখন সুমন লোকটিকে ছাদে যেতে বলে দরজা আটাকে দেয়।’ সোমা খানম আরো বলেন, ‘আমরা আগে টিনসেডের একটি বাসায় থাকতাম যেখানে কলিংবেল ছিল না। এ বাসায় তিন মাসের মতো হলো উঠেছি।তাই কলিংবেল বাজলেই আমার বাচ্চারা উৎসাহের সঙ্গে দরজা খুলে দেয়।’ সোমা জানান, দুর্বৃত্তকে গ্রেফতারের পর তার দেবর সুমন সিকদারকেও অযথায় কাফরুল থানায় ধরে নিয়ে গেছে থানা পুলিশ। বাসার নেমপ্লেট থেকে জানা যায় ওই বাসার মালিকের নাম আব্দুর রশীদ খান। সেই বাসার মালিকের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘মিলিটারি পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কাউকে কোনো কিছু জানাতে নিষেধ করা হয়েছে।’ তবে তিনি জানান, বাসার দারোয়ান হারুনকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে মিলিটারি পুলিশ। বাসাটির চতুর্থ তলার ভাড়াটিয়া মাধবী জানান, দুর্বৃত্তটি তাদের বাসায় কলিংবেল টিপলে তার বোন দরজা খুলে ধারালো অস্ত্রসহ একজনকে দেখে তা আবার লাগিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি রিকশা থামিয়ে জিজ্ঞাসাবাদের সময় হঠাৎই একজন পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো শুরু করে। এতে আহত সামিদুল মাথায়, ঘাড়ে, পিঠে ও বাম চোয়ালে জখম হন।হামলার পর দৌড়ে পালানোর সময় দায়িত্বরত অন্য সদস্যরা ধাওয়া করে ২৩৯/১/খ বাড়ি থেকে ওই হামলাকারীকে আটক করে।হামলাকারীর পরনে ছিল শার্ট ও লুঙ্গি। বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে।তার মুখে দাড়ি রয়েছে। উত্তর কাফরুলের নূর কনফেকশনারির ফরিদ জানান, সকালের দিকে গরু জবাই করা ছুরি নিয়ে দাড়িওয়ালা এক লোক দৌড়াচ্ছিল। তার পেছনে মিলিটারি পুলিশকেও ধাওয়া করতে দেখা যায়। স্থানীয় এক ফলের দোকানিও এমন দৃশ্য দেখেছেন বলে জানান। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল পৌনে ১০টার দিকে কাফরুল এলাকায় কর্তব্যরত এক মিলিটারি পুলিশকে একজন পথচারী পেছন থেকে ধারালো অস্ত্রের মাধ্যমে আঘাত করে। এতে ওই মিলিটারি পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন।এ সময় কর্তব্যরত অপর সামরিক সদস্যরা সন্দেহভাজন একজন হামলাকারীকে আটক করে। ১০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে