মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫, ০৯:১৮:৪৮

শ্যামাপূজা সম্পর্কে যা বললেন মারুফ কামাল

শ্যামাপূজা সম্পর্কে যা বললেন মারুফ কামাল

নিউজ ডেস্ক : বাঙালি সংস্কৃতির উপর বিদেশী চ্যানেলর আগ্রাস এবং বাঙালি হিন্দুদের পাল্টে যাওয়া সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে আজ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান। তিনি এতে বলেছেন এখন বাংলাভাষী হিন্দুরাও ভারতের স্টার টিভি চ্যানেলের প্রভাবে কালীপূজা ছেড়ে "দিওয়ালী" উৎসবে মেতেছে।দীপাবলী হলেও কথা ছিল। হায় স্টার জেনারেশন! সাংষ্কৃতিক আগ্রাসনে আজ ধর্মীয় পরিভাষাও পাল্টে যাচ্ছে! তার স্ট্যাটাসটি হুবহু এমটিনিউজ২৪ডটকমের পাঠকদের জন্য নিম্নে তুলে ধরা হলো- ‌ মারুফ কামাল তার স্ট্যাটাসে বলেন- ‘ছোটবেলা থেকে দেখে আসছি বাংলাভাষী হিন্দুসমাজ কালীপূজা বা শ্যামাপূজা করতেন। আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে দীপাবলী কালিপূজা হতো। ভারতের হিন্দি ভাষাভাষী অন্চলে এই দীপাপলী কালীপূজা "দিওয়ালী" উৎসব হিশেবে উদযাপিত হয়ে থাকে। কিন্তু বাংলাভাষী হিন্দু অতীতে কালীপূজা ছেড়ে দিওয়ালী নামের উৎসবে মেতে ওঠেনি।’ ‘কালীপূজা বাংলাভাষী অন্চলের হিন্দুরাই বেশি করতেন। সে কারণে ঢাকা ও কোলকাতায় সব চেয়ে বেশি কালীমন্দির। অন্য অন্চলের হিন্দুরা সে কারণে কালীকে "কোলকাত্তাওয়ালী দেবী" বলেও সম্বোধন করতেন। বাংলাভাষায় রচিত হয়েছে অজস্র শ্যামাসঙ্গীত। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও কালোত্তীর্ণ বহু শ্যামাসঙ্গীত রচনা করে গিয়েছেন। কালীপূজা বাংলাভাষী অন্চলের হিন্দুদের দুর্গাপূজার পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পূজা হিশেবে স্বীকৃত।’ ‘এখন বাংলাভাষী হিন্দুরাও ভারতের স্টার টিভি চ্যানেলের প্রভাবে কালীপূজা ছেড়ে "দিওয়ালী" উৎসবে মেতেছে। দীপাবলী হলেও কথা ছিল।হায় স্টার জেনারেশন! সাংষ্কৃতিক আগ্রাসনে আজ ধর্মীয় পরিভাষাও পাল্টে যাচ্ছে!’ ১০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে