মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫, ১০:৩৫:৫৪

কাঁদলেন পাপন

 কাঁদলেন পাপন

নিউজ ডেস্ক : রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষ্য দেয়ার সময় কাঁদলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় তার স্ত্রী রোকসানা হাসানও ছিলেন। মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন নাজিমুদ্দীন রোডে স্থাপিত বিশেষ আদালতে মা আইভি রহমানের মৃত্যুযন্ত্রণার এক হৃদয়বিদারক বর্ণনা দেন তিনি। স্বামী-স্ত্রীর সাক্ষ্যগ্রহণ করেন ঢাকার ১ নম্বর দ্রুত আদালতের বিচারক শাহেদ নুরুদ্দীন। আগামী ২৩ ও ২৪ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য করা হয়। এ মামলায় ১৯৭ নম্বর সাক্ষী এমপি পাপন। আদালতে তার জবানবন্দিতে তিনি জানান, টেলিফোনে প্রথম ওই হামলার ঘটনাটি জানতে পারি। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাকে দেখতে পান রক্তাক্ত এবং দুই পা হারা অবস্থায়। ঢাকা মেডিকেলে চিকিৎসার চেষ্টাও করেন তিনি। কিন্তু সেখানে পর্যাপ্ত চিকিৎসকের অভাব থাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নিয়ে যান মাকে। চারদিন পর মারা যান তিনি। এর একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন পাপন। এ সময় আদালতে এক হৃদয়বিদারক অবস্থার সৃষ্টি হয়। আবেগপূর্ণ জবানবন্দি দেয়ার পর আসামিপক্ষ তাকে কোনো জেরা করেনি। এরপর আদালতে সাক্ষ্য দেন পাপনের স্ত্রী রোকসানা হাসান। জবানবন্দির পর আদালত থেকে বেরিয়ে পাপন সাংবাদিকদের বলেন, ভয়াবহ এ হামলার বিচার হবে- আশা ছেড়েই দিয়েছিলাম। কারণ মামলায় জজ মিয়া নাটক উন্মোচিত হলো। আশা করিনি বিচার হবে। এখন আশার আলো দেখতে পাচ্ছি। সাক্ষ্যগ্রহণের পর রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান জানান, আরো কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য নেয়ার পর মামলাটি নিষ্পত্তি হবে। মঙ্গলবার মামলার আসামি সাবেক মন্ত্রী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর ও জঙ্গি সংগঠন হুজি নেতা মুফতি আবদুল হান্নানকে আদালতে হাজির করা হয়। প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় সন্ত্রাসীরা ভয়াবহ গ্রেনেড হামলা চালায়। এতে আওয়ামী লীগের তৎকালীন মহিলাবিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ নিহত হন ২৪ জন। ১০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে