মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫, ১০:৪৩:৪২

হাসপাতাল ছাড়লেন প্রকাশক টুটুল

হাসপাতাল ছাড়লেন প্রকাশক টুটুল

ঢাকা : লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী প্রকাশক আহমেদুর রশিদ চৌধুরী টুটুল হাসপাতাল ছেড়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ টুটুলকে ছাড়পত্র দেন। সন্ধ্যার কিছুক্ষণ পরে স্বজনরা তাকে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। তবে ওই ঘটনায় আহত কবি তারেক রহিম ও রণদীপম বসুকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) খাজা আবদুল গফুর বলেছেন, আরো বেশ কিছু দিন কবি তারেক রহিমের চিকিৎসা চলবে। তবে রণদীপম বসুর শারীরিক অবস্থাও ভালোর দিকে। তিনি কয়েকদিনের মধ্যেই হাসপাতাল ছাড়তে পারবেন বলে এই কর্মকর্তা আশা প্রকাশ করেন। প্রসঙ্গত, ৩১ অক্টোবর সময় লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুল, লেখক ও কবি তারেক রহিম এবং রণদীপ বসু। একই সময়ে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রবেশ করে প্রতিষ্ঠানটির কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ১০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে