বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ১২:৩৯:৩৭

পৌর নির্বাচন সুষ্ঠু হবে না, চ্যালেঞ্জ হাফিজের

পৌর নির্বাচন সুষ্ঠু হবে না, চ্যালেঞ্জ হাফিজের

নিউজ ডেস্ক: দলীয়ভাবে পৌরসভার নির্বাচন করার তীব্র সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.)হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, এই নির্বাচন সুষ্ঠু হবে না বলে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন । মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় এই চ্যালেঞ্জ ছুড়ে দেন মেজর হাফিজ । হাফিজ বলেন, ‘ক্ষমতাসীনরা সিটি কপোরেশন নির্বাচনে রাজধানীতেই বিএনপির এজেন্ডদের থাকতে দেয়নি। তাহলে গ্রামে বিএনপির এজেন্ডা কিভাবে থাকবেন? ফলে কোনভাবেই পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার সম্ভব নেই।’ সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা অপেক্ষা করছি, কবে আপনারা নির্বাচন কমিশনকে রেজিস্ট্রেশন করে নিজেদের অঙ্গ-সংগঠন হিসেবে ঘোষণা করবেন।’ নির্বাচন কমিশনের উদ্দেশ্য করে হাফিজ বলেন, নির্বাচন কমিশনের কাজ হলো নির্বাচনের মাঠ সমতা করা। আর এ নির্বাচন কমিশন করছে ভোটের মাঠ উঁচু নিচু। বিএনপির এই নেতা বলেন, ১৬ ডিসেম্বর থেকে আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বিকৃতি করা শুরু করেছে। বাংলাদেশ যেন সোজা হয়ে দাড়াতে না পারে স্বাধীনতার পর থেকেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে একটি দেশ। তা আপনারা সবাই জানেন। আয়োজক সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ার‍ম্যান কর্ণেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিক, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। ১১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে