বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ১২:৫৪:৫৫

বিএনপির সাথে সমঝোতা নয় : নাসিম

বিএনপির সাথে সমঝোতা নয় : নাসিম

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনিপির সঙ্গে কোন প্রকার সমঝোতা হতে পারে না । লোক দেখানো সংলাপ করে কোনো লাভ নেই। তিনি আরো বলেন, যারা ৭১ এর শত্রু ও খুনি তাদের সঙ্গে কোন প্রকার সংলাপ হতে পারে না । স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, “যারা একাত্তর ও পঁচাত্তরের খুনিদের পুরস্কৃত করে তাদের সঙ্গে শুধু আওয়ামী লীগ নয়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কারোর সমঝোতা হতে পারে না।” বিএনপির সঙ্গে আওয়ামী লীগের মিলবে না উল্লেখ করে নাসিম বলেন, “আমাদের লক্ষ্য একাত্তরের ঘাতকদের বিচার করা। আর বিএনপির লক্ষ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা। তাই তাদের সঙ্গে সংলাপ করে সমঝোতা হবে কীভাবে।” মঙ্গলবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে প্রতিষ্ঠানটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ূয়া, সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদের মঈনউদ্দিন খান বাদল এমপি, আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ। ১১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে