বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ০২:৪৭:৩৪

প্রবাসীদের দেশে বিনিয়োগ করার তাগিদ গভর্নরের

প্রবাসীদের দেশে বিনিয়োগ করার তাগিদ গভর্নরের

নিউজ ডেস্ক: সব ধরনের সুযোগ-সুবিধা নিয়ে নিরাপদ ও লাভজনক বিনিয়োগের জন্য অনিবাসী বাংলাদেশিদের (এনআরবি) দেশে আরো বেশি করে বিনিয়োগ করতে তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। সম্প্রতি দুবাইয়ের হোটেল ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত এনআরবি সেন্টারের এক সম্মেলনে গভর্নর এ তাগিদ দেন। তিনি বলেন, 'বিভিন্ন খাতে বিনিয়োগকে আমরা স্বাগত জানাচ্ছি, বিশেষ করে দেশব্যাপী প্রস্তাবিত শতাধিক অর্থনৈতিক অঞ্চলে।' তিনি আরো বলেন, বিশেষভাবে গড়ে তোলা এসব অর্থনৈতিক অঞ্চলে অনিবাসী বাংলাদেশিদের হৃদয় দিয়ে স্বাগত জানাবেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সামষ্টিক ও আর্থিক স্থিতিশীলতার তথ্য তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বলেন, কৃষি, সেবা ও প্রস্তুতকারক খাতে একের পর এক প্রবৃদ্ধি একটি নিয়মিত অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত অর্থবছরে ৩০০ কোটি ডলার রেমিট্যান্স পাঠানোর জন্য সংযুক্ত আরব আমিরাতের অনিবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন গভর্নর। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কিছু অনিবাসী বাংলাদেশি ব্যাপক বিনিয়োগ করছেন বলেও জানান তিনি। প্রাণোদ্দীপ্ত বাংলাদেশকে নিয়ে অনিবাসী বাংলাদেশিদের আশাবাদী থাকতে অনুরোধ জানিয়ে গভর্নর বলেন, 'দেশের ভাবমূর্তি বাড়ানোর এই দৌড়ে যা যা করা দরকার আপনারা করতে থাকেন।' যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত 'বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (বিডিআই) ২০১৫' শীর্ষক এক সম্মেলন শেষে দুবাইয়ের ওই অনুষ্ঠানে যোগ দেন ড. আতিউর। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ওই সম্মেলনেও বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন গভর্নর। সেখানে তিনি বলেন, 'অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল রাখার সঙ্গে সঙ্গে বাংলাদেশকে এগিয়ে নিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা বিশাল অবদান রেখে চলেছেন। এখন আমাদের লক্ষ্য আরো সুদূরপ্রসারী ও পরিবেশ উপযোগী টেকসই উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া।' আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও কুয়েতের কেন্দ্রীয় ব্যাংকের যৌথ আয়োজনে 'ইসলামিক ফিন্যান্স : মিটিং গ্লোবাল অ্যাসপিরেশন' শীর্ষক বৈশ্বিক সম্মেলনে যোগ দিতে দুবাই নামেন গভর্নর। দুবাইয়ে কার্যক্রম চালানো বাংলাদেশের একমাত্র ব্যাংক জনতা ব্যাংকের উদ্দেশে গভর্নর বলেন, স্থানীয় ব্যবসায়ীদের চাহিদা কী তা শুনতে হবে এবং কোনো রকম কালবিলম্ব না করে তাঁদের ডাকে সাড়া দিতে হবে। রাষ্ট্রায়ত্ত ওই ব্যাংকটিকে তাদের এটিএম প্রকল্প যত দ্রুত সম্ভব শেষ করতে বলেন গভর্নর। ওই সময় তিনি সংযুক্ত আরব আমিরাতের তরুণ উদ্যোক্তাদের এসএমই ঋণ দিতে উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, একদিন এই উদ্যোক্তারাই বাংলাদেশে বিনিয়োগ করবে। অনিবাসী বাংলাদেশিদের দ্রুত লেনদেনের জন্য সম্প্রতি চালু করা আরটিজিএসের সুবিধা নিতে পরামর্শ দেন গভর্নর। এনআরবি সেন্টারের চেয়ারম্যান শেকিল চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন বাংলাদেশ-দুবাই ও নর্দান এমিরেটসের কনস্যুলেট জেনারেল মাসুদুর রহমান, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার আনোয়ার প্রমুখ।-কালের কণ্ঠ ১১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে