বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ০৩:১৪:৫৮

অস্ট্রেলিয়ার সন্ত্রাসবাদ বিষয়ক দূত ঢাকায়

অস্ট্রেলিয়ার সন্ত্রাসবাদ বিষয়ক দূত ঢাকায়

নিউজ ডেস্ক: সন্ত্রাসবাদ প্রতিরোধবিষয়ক অস্ট্রেলিয়ার দূত মাইলস আরমিটাজ এই মুহূর্তে ঢাকা সফরে রয়েছেন। তিনি তার মতো করে কাজ করছেন। আজ দিনের প্রথমার্ধে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া, ঢাকা অবস্থানকালে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে তার সিরিজ বৈঠকের কথা রয়েছে। তিনি এখানে কবে এসেছেন? ক’দিন থাকছেন সে সম্পর্কে সরকার কিংবা দূতাবাসের তরফে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে ‘তিনি ঢাকায় রয়েছেন, এবং সরকারি প্রতিনিধিদের সঙ্গে একাধিক মিটিং করবেন’ বলে নিশ্চিত করেছেন সরকারের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্মকর্তা। তারা এর চেয়ে বেশি তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। অস্ট্রেলিয়াসহ পশ্চিমা বিভিন্ন রাষ্ট্র বাংলাদেশে সন্ত্রাসবাদের বড় হুমকি এখনও রয়েছে বলে মনে করে। এখানে অস্ট্রেলিয়াসহ পশ্চিমা স্বার্থের ওপর নির্বিচারে হামলা হতে পারে- এমন তথ্যের ভিত্তিতে গত সেপ্টেম্বরে তাদের জাতীয় ক্রিকেট দলের ঢাকা সফর বাতিল করে। ওই সফর নিয়ে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে যখন দেন-দরবার চলছিল ঠিক সেই সময়ে ঢাকার কূটনৈতিক জোনের একটি সড়কে একজন ইতালি নাগরিককে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার ৫ দিনের মাথায় দেশের একটি প্রত্যন্ত জেলায় একই কায়দায় এক জাপানি নাগরিক খুন হন। এক সপ্তাহের মধ্যে দু’জন বিদেশী নাগরিক হত্যার ঘটনায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়। দু’টি ঘটনার রেশ কাটতে না কাটতেই ঢাকায় আশুরার তাজিয়া মিছিল ও পুলিশ চেকপোস্টে হামলা ও হত্যার ঘটনা ঘটে। উদভূত পরিস্থিতি সামাল দিতে সরকারের তরফে কূটনৈতিক জোনে আধা-সামরিক বাহিনী মোতায়েনসহ সারা দেশে এলার্ট জারি রয়েছে। বিদেশীদের উদ্বেগ নিরসনে সরকার নানামুখী উদ্যোগ চলমান আছে। কিন্তু তারপরও অস্ট্রেলিয়াসহ পশ্চিমের দেশগুলোর উৎকণ্ঠা কমছে না। তারা তাদের নাগরিকদের এখনও সতর্ক অবস্থায় রেখেছে। এ পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার সন্ত্রাসবাদবিষয়ক দূতের বাংলাদেশ সফরকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।-মানবজমিন ১১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে