বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ০৫:১৪:৩৬

প্রধানমন্ত্রী বগুড়া যাচ্ছেন কাল

প্রধানমন্ত্রী বগুড়া যাচ্ছেন কাল

আশরাফুল ইসলাম রতন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার বগুড়ায় আসবেন। প্রধানমন্ত্রীর আগমনে ইতিমধ্যে প্রশাসন থেকে শুরু করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা থেকে বগুড়ার প্রবেশপথ শেরপুর উপজেলা থেকে বগুড়া শহরের জিরো পয়েন্ট পর্যন্ত প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে কয়েকশ' তোরণ নির্মাণ করা হয়েছে। জনসভাস্থল আলতাফুন্নেসা খেলার মাঠে মঞ্চ তৈরিও সম্পন্ন। জনসভাস্থলের নিরাপত্তা দেখভাল করছেন সকল আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। গতকাল জনসভাস্থলসহ আশপাশের এলাকায় গিয়ে দেখা যায়, নিরাপত্তায় কঠোর পুলিশি ব্যবস্থায় বগুড়া-শেরপুর ও জলেশ্বরীতলা সড়কের পাশ দিয়ে মাঠে ঢোকার চারটি পথে তল্লাশি চৌকি বসানো হয়েছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা বলেন, গত সাতদিন ধরে আওয়ামী লীগ ও স্থানীয় নেতাকর্মীরা মঞ্চ তৈরির কাজ শেষ করেছেন। জনসভার দিন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলের পক্ষ থেকে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন বলে তিনি জানান। এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বগুড়ায় এখন সাজ সাজ রব বিরাজ করছে। রংবেরঙের ডিজিটাল ব্যানার ও ফেস্টুন গোটা শহর ও আশপাশের এলাকা ছেয়ে গেছে। শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে শুরু করে শহরের সড়কগুলোর পাশে অবস্থিত বিভিন্ন বাড়ি, সরকারি-আধা সরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, ছোট-বড় ভবনে বিলবোর্ড লাগানো হয়েছে। এছাড়া সড়ক ডিভাইডারের মাঝ বরাবর খুঁটি পুঁতে ডিজিটাল ব্যানার লাগানো হয়েছে। এসব ব্যানার-ফেস্টুন-তোরণ-বিলবোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের ছবি সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী যেসব স্থাপনা উদ্বোধন করবেন সেগুলো হচ্ছে, নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, আঞ্চলিক পাসপোর্ট অফিস, গাবতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বগুড়া মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র, কুন্দরহাট হাইওয়ে পুলিশ আউটপোস্ট, শিবগঞ্জের আলিয়ারহাটে অবস্থিত বগুড়া এতিম ও প্রতিবন্ধী ছেলে-মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বগুড়া কাহালু ও নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণ কাজ, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ কাজ, শেরপুর রানীরহাট জিসি ভায়া পেঁচুলহাট কচুয়াবাড়ী রাস্তা উন্নয়ন, কাহালু ও নন্দীগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, ডুমকান্দি বেতেরকান্দি রাস্তায় মুখসহ খালের ওপর ৬০মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ, সারিয়াকান্দি উপজেলাধীন কর্নিবাড়ী-কুতুবপুর-রহদহ-কামালপুর এলাকায় যমুনা নদীর ডান তীরে বিআরই বিকল্প বাঁধ নির্মাণ কাজ, অন্তরপাড়া, দড়িপাড়া এবং পার্শ্ববর্তী এলাকায় যমুনা নদীর ডান তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংরক্ষণ কাজ, বগুড়া ও শেরপুর স্কিল্স ডেভেলপমেন্ট প্রজেক্ট, বগুড়া সদরে ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, মোকামতলা (বগুড়া-রংপুর জাতীয় মহাসড়ক)-সোনাতলা-হরিখালী-হাটশেরপুর-সারিয়াকান্দি সড়ক উন্নয়ন প্রকল্প, লিচুতলা-কদমতলী এবং নাংলু বালিয়াদীঘি সংযোগ সড়কসহ ধুনট-নাংলু-বাগবাড়ী-কদমতলী-গাবতলী-চৌকিরহাট সড়ক উন্নয়ন প্রকল্প, সারিয়াকান্দি উপজেলা মৎস্যভবন কাম ট্রেনিং সেন্টার, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প, বগুড়া হাউজিং এস্টেটে আবাসিক ফ্যাট নির্মাণ প্রকল্প, সারিয়াকান্দিতে নির্মিতব্য ৩৩/১১কেভি ৫টি মোট ৫০এমপিএ বৈদ্যুতিক উপকেন্দ্র এবং ৩৩ কেভি সোর্স লাইন প্রকল্পের উদ্বোধন করবেন। অন্যদিকে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ, ফুলবাড়ী-কুতুবপুর-কুতুবপুর জিসি রাস্তায় বাঙালি নদীর ওপর ৩১৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, সারিয়াকান্দি, গোসাইবাড়ী-সোনাহাটা জিসি রাস্তায় ইছামতি নদীর ওপর ৭৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, প-তিপুকুর-কালিগঞ্জ জিসি ভায়া মারিয়া-মনিনাগ রাস্তা উন্নয়ন, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার ৩৩ কিলোমিটার (২০টি রাস্তা) উন্নয়ন (বিশেষ প্রকল্প), আরডিএ খামার অ্যান্ড ল্যাবরেটরি প্রকল্পের আওতায় আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ১০তলা একাডেমিক ভবন নির্মাণ, সারিয়াকান্দি উপজেলার কুর্নিবাড়ী হতে চন্দনবাইশা পর্যন্ত যমুনা নদীর ডান তীর সংরক্ষণ কাজসহ বিকল্প বাঁধ নির্মাণ, অন্তরপাড়া, দড়িপাড়া এবং পার্শ্ববর্তী এলাকায় যমুনা নদীর ডান তীর সংরক্ষণ কাজসহ বিকল্প বাঁধ নির্মাণ, তীর সংরক্ষণ কাজ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংরক্ষণ, সারিয়াকান্দি উপজেলাধীন কুর্নিবাড়ী-কুতুবপুর-রহদহ-কামালপুর এলাকায় যমুনা নদীর ডান তীরে বিআরই বিকল্প বাঁধ নির্মাণ কাজ, সারিয়াকান্দি সড়ক উন্নয়ন প্রকল্প, সরকারি আযিযুল হক কলেজের স্যানিটারি, পানি সরবরাহ ও বৈদ্যুতিকসহ ১০০শয্যার ছাত্রী হোস্টেল ভবন নির্মাণ, সরকারি আযিযুল হক কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় পানি সরবরাহ ও বৈদ্যুতিকরণসহ একাডেমিক ভবন নির্মাণ, শিবগঞ্জের হাবিবপুর স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া মহিলা কলেজের একাডেমিক ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে বিভিন্নভাবে প্রচার-প্রচারণা ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতাকর্মীরা ইতিমধ্যে বগুড়া সফর করেছেন এবং জনসভা সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রশাসনকে নানাভাবে দিক নির্দেশনাও দিয়েছেন। এছাড়া জনসভা সফল করতে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এখন দফায় দফায় বিভিন্ন স্থানে বৈঠক করছেন। প্রধানমন্ত্রী বগুড়াবাসীর প্রাণের দাবিগুলো সুবিবেচনা করবেন বলে মজিবর রহমান মজনু জানান।-ডেসটিনি ১১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে