বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ০৫:২০:১৫

নতুন উদ্যোক্তারা ঋণ পাবেন ১০ শতাংশ সুদহারে

নতুন উদ্যোক্তারা ঋণ পাবেন ১০ শতাংশ সুদহারে

নিউজ ডেস্ক: কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ১০ শতাংশ সুদহারে ঋণ পাবেন। এসব উদ্যোক্তা উন্নয়নে সরকারি-বেসরকারি ২৮টি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। যারা নারী উদ্যোক্তা, উদ্ভাবনী ও সৃজনশীল উদ্যোগ, আইসিটি খাত, আমদানি বিকল্প উদ্যোগ, রফতানিমুখী উদ্যোগ, কারিগরি শিক্ষার মতো খাতকে অগ্রাধিকার দিয়ে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেবেন। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উদ্যোক্তা মূল্যায়নের স্বীকৃতিপত্র দেওয়া হয়। স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা সনদ গ্রহণ করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, ডিসিসিআইর ২ হাজার নতুন উদ্যোক্তা তৈরি প্রকল্পের পুনঃঅর্থায়ন সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক ‘কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন’ নামে ১০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে। এ তহবিলের আওতায় আগে কখনও ব্যাংক ঋণ নেননি, এমন একজন উদ্যোক্তা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ এবং জামানত দিয়ে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণ নেওয়ার আগে উদ্যোক্তাকে কোনো না কোনো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিতে হবে। আর এজন্য এ প্রশিক্ষণের জন্য স্বীকৃতি গ্রহণে আগ্রহী উদ্যোক্তা উন্নয়ন প্রতিষ্ঠান থেকে গত বছরের সেপ্টেম্বরে দরখাস্ত চাওয়া হয়। মোট ৬৯টি প্রতিষ্ঠানের আবেদনের মধ্যে বাছাই করে ২৮টি প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। শিগিরই আরও কিছু প্রতিষ্ঠান স্বীকৃতি পাবে। অনুষ্ঠানে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সনদ শুধু ব্যবসায়িক কাজে না লাগিয়ে উদ্যোক্তা প্রশিক্ষণে কাজ করতে হবে। উদ্যোক্তা হতে আগ্রহীদের এমনভাবে প্রশিক্ষণ দিতে হবে যেন ব্যাংকে গিয়ে সহজে ঋণ নিতে পারেন। উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠানগুলোকে ছয়টি খাতকে অগ্রাধিকার দিতে হবে। এগুলো হল-নারী উদ্যোক্তা, উদ্ভাবনী ও সৃজনশীল উদ্যোগ, আইসিটি খাত, আমদানি বিকল্প উদ্যোগ, রফতানিমুখী উদ্যোগ ও কারিগরি শিক্ষায় শিক্ষিত উদ্যোক্তাদের শিক্ষা সংশ্লিষ্ট উদ্যোগ। অনুষ্ঠানে জানানো হয়, উদ্যোক্তা উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে তরুণ উদ্যোক্তাদের মাঝে আত্ম-কর্মসংস্থান ও অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সুযোগ বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নতুন ব্যবসায়িক ধারণার সৃষ্টি হবে যা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গতিশীলতা আনয়নে সহায়ক ভূমিকা রাখবে।-সকালের খবর ১১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে