বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ০৭:৫০:৩৭

আ’লীগ নেতাকে জবাই, আইনজীবীকে ক্ষত-বিক্ষত

আ’লীগ নেতাকে জবাই, আইনজীবীকে ক্ষত-বিক্ষত

নিউজ ডেস্ক : রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমস্কুর গ্রামে রহমত আলী (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।অন্যদিকে হবিগঞ্জে আইনজীবীকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে দুর্বৃত্তরা। জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় রহমত আলী (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যার ঘটনা ঘটে।রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা রহমত আলীর টেপামধুপুর এলাকার চৈতার মোড়ে একটি ওষুধের দোকান রয়েছে।দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে বাড়ির ৫শ’ গজ দূরে দুর্বৃত্তরা প্রথমে তার মাথায় ছোড়া দিয়ে কোপ দিলে তিনি মাটিতে পড়ে যান। এরপর তারা তাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রহমত আলীর লাশ পড়ে থাকতে দেখে কাউনিয়া থানায় খবর দেয়। খবর পেয়ে কাউনিয়া থানার ওসি জাহিদুল ইসলাম পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। ওসি জানান, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হবিগঞ্জে আইনজীবী হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় এনামুল হক এনাম (৩৮) নামে এক আইনজীবীকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়েছে।এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ছোট ভাই শহীদুল হককেও (২৮) আহত করে হামলাকারীরা। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টায় এ ঘটনা ঘটে। আহত আইনজীবী এনামুল হক এনামকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়েছে।এছাড়া আহত আউয়াল ও শহীদুল হককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়- আহত আইনজীবী এনামুল হক এনাম, তার ভাই এস এম আউয়াল ও শহীদুল হক হামলাকারী এনামুল হক শাহিনের ইনাতাবাদের বাসায় ভাড়া থাকেন। মঙ্গলবার গভীর রাতে কোনো কারণে মালিক এনামুল হক শাহিনের সঙ্গে ভাড়াটিয়া এনামুল হক এনামের বিরোধ বাধে।এ সময় এনামুল হক শাহিন ও তার লোকজন দা দিয়ে এনামুল হক এনাম ও শাহিনকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। বড় ভাই এনামুল হককে কুপাতে দেখে ছোট ভাই শহীদুল হক এগিয়ে গেলেও তার উপরও হামলা চালানো হয়। এ অবস্থা প্রত্যক্ষ করে তাদের বড় ভাই এস এম আউয়াল জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আইনজীবী এনামুল হক এনামকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন। এ ছাড়া অপর দুই ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান- হামলাকারীদের আটক করতে পুলিশের অভিযান চলছে। তবে, কি কারণে হামলার ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। ১১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে