বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ০২:৩৭:২৮

‘সাজার মেয়াদ শেষ, তাই অনুপকে ভারতে হস্তান্তর’

 ‘সাজার মেয়াদ শেষ, তাই অনুপকে ভারতে হস্তান্তর’

ঢাকা : সাজার মেয়াদ শেষ হওয়ায় উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা অনুপ চেটিয়াসহ আরো দুজনকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, পরে জানাবো। এর ঘণ্টা খানেক পর তিনি স্বীকারোক্তিমূলক মন্তব্য করলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার সাজার মেয়াদ শেষ হয়েছে। তাকে ছেড়ে দেয়া হয়েছে। সে চলে গেছে।’ এ ব্যাপারে কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন বলেন, ‘আজ (বুধবার) ভোরে অনুপ চেটিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় হাইকমিশনারের চার কর্মকর্তার কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।’ অনুপ চেটিয়াকে আজ ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে বলে দাবি করে সংবাদ পরিবেশন করে ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। তবে এ তথ্যের দায়িত্বশীল কারো কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিষয়টি খোলাসা হল। মঙ্গলবার গভীর রাতে তাকে সিবিআইয়ের হাতে তুলে দেয়া হয়। এদিকে পিটিআইয়ের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালে তৎপরতায় তাকে ভারতের হাতে তুলে দেয়া হয়েছে। ১৯৯৭ সালের ডিসেম্বরে ঢাকার পুলিশ অনুপ চেটিয়াকে আটক করে।পরে অবৈধ অনুপ্রবেশ, ভুয়া পাসপোর্ট ও অবৈধ বিদেশি মুদ্রা রাখার অভিযোগে বাংলাদেশের আদালত তাকে ৭ বছর কারাদণ্ড দেয়। ২০০৩ সালে হাইকোর্ট এক আদেশে অনুপ চেটিয়াকে নিরাপত্তা দেয়ার জন্য সরকারের প্রতি নির্দেশ দেন। এর পর থেকেই তিনি এতোদিন জেলে ছিলেন। ২০০৫, ২০০৮ ও ২০১১ সালে অনুপ চেটিয়া বাংলাদেশ সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। তবে তার রাজনৈতিক আশ্রয় চেয়ে করা আবেদনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি না থাকায় তাকে ভারতের কাছেও হস্তান্তরিত করা যাচ্ছিল না। কিন্তু চুক্তি না থাকলেও বিশেষ কোনো উপায়ে তাকে হস্তান্তরের ব্যাপারে দুই দেশের উচ্চ পর্যায় থেকে উদ্যোগ নেয়া হয়। সেই উদ্যোগের অংশ হিসেবেই আজ বুধবার সকালে তাকে ভারতের হাতে তুলে দেয়া হয়েছে। অনুপ চেটিয়া উলফার প্রতিষ্ঠাতা সদস্য। পরে তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক হন। ১১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে