বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ০৪:২২:৪০

শেখ হাসিনাকে মোদির ধন্যবাদ

শেখ হাসিনাকে মোদির ধন্যবাদ

নিউজ ডেস্ক : ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করায় শেখ হাসিনাকে ফোনে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার এক টুইটার বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রীর দফতর থেকে এ তথ্য নিশ্চিত করেছে। খবর : পিটিআইয়ের পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন মোদি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে সহযোগিতা করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একইসঙ্গে দীপাবলি উৎসব উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান মোদি। এদিকে অনুপ চেটিয়াকে ফেরত দেয়ায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও এক বিবৃতিতে শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। উলফার প্রতিষ্ঠাতা সদস্য ও জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়ার বিরুদ্ধে ভারতে খুন, অপহরণ, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৮ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন কারাগারে আটক ছিলেন অনুপ চেটিয়া। ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনটি মামলায় তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বাংলাদেশের আদালত। বুধবার সকালে অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ১১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে