নিউজ ডেস্ক : রংপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পিছনে রাষ্ট্রীয় মদদ রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
তিনি বলেছেন, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে রংপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। রাষ্ট্রীয় মদদ না থাকলে এই ঘটনা ঘটতো না। সুতরাং এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। বিশেষ নীলনকশায় এই কাজ করা হয়েছে।
বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন।
প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে রিজভী বলেন, উনার (প্রধানমন্ত্রী) গোপালিশ বাংলাতে কথা বলার অভ্যাসকে কিছুটা কাটানোর জন্য দুএকটি তৎসম শব্দ শিখতে ও তা প্রয়োগ করতে শুরু করেছেন।
তিনি বলেন, সব দেশেই নির্লজ্জ স্বৈরাচার সরকার গণতন্ত্রে বহুমতের চর্চাকে ধর্তব্যে নেয় না। এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় দলের নেতাকর্মীকে পুলিশ বিনা উস্কানীতে তাদের ওপর হামলা ও গ্রেপ্তারের নিন্দা জানান। সেই সঙ্গে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের মুক্তির দাবি জানান তিনি।
এমটিনিউজ/এসএস