বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ০৫:৫৫:৫৬

সংসদে অযোগ্য, পৌরসভায় যোগ্য যারা

সংসদে অযোগ্য, পৌরসভায় যোগ্য যারা

নিউজ ডেস্ক : অবসর নেয়ার পর জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য হলেও পৌরসভা নির্বাচনে যোগ্য সরকারি চাকরিজীবীরা। পৌরসভা নির্বাচনে ৩ বছরের জন্য আর অপেক্ষা করতে হবে না। সরকারি চাকরিজীবীদের অবসর নিয়ে ন্যূনতম ৩ বছর অপেক্ষা করতে হবে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে। কিন্তু পৌর নির্বাচনে অবসর গ্রহণের পরেই প্রার্থী হতে পারবেন। প্রস্তাবিত পৌরসভা নির্বাচন পরিচালনা বিধিমালাতে এ বিধানটি বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত পৌরসভা নির্বাচন পরিচালনা বিধিমালাতে নির্বাচিত পৌর মেয়ররা পদত্যাগ না করেই নির্বাচনে অংশগ্রহণের বিধানটিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ গণমাধ্যমকে বলেন, মেয়ররা পদত্যাগ না করেই পৌর নির্বাচনে অংশ নিতে পারবেন। নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। তিনি বলেন, পৌর মেয়ররা শুধু পৌর নির্বাচনে নয়, জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও পদ ছাড়ার প্রয়োজন নেই। সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরে পৌর নির্বাচন। তবে কিছু জটিলতার কারণে ২৪৫টি পৌরসভার পরিবর্তে ২৪২টিতে নির্বাচন করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এসব পৌরসভার ছবিসহ ভোটার তালিকার সিডি আগামী ১৫ নভেম্বরের মধ্যে ইসি সচিবালয়ে পাঠাতে নির্দেশ দেয় কমিশন। সোমবার ইসির এ নির্দেশনা মাঠপর্যায়ে পাঠানো হয়। কমিশন সূত্র জানায়, বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৪টি। এর মধ্যে ২০১১ সালে নির্বাচনী উপযোগী ২৬৯টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল কমিশন। স্থানীয় সরকারের অনুরোধে ওই সময় বোদা, রংপুর, বাগাতিপাড়া, কাঞ্চন, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, গাজীপুর, পূর্বধলা, কুমিল্লা সদর দক্ষিণ ও রামগড় এই ১০টি পৌরসভার নির্বাচন স্থগিত রাখা হয় এবং নতুন করে মেহেরপুর, ফরিদপুর, মিরকাদিম ও শ্রীবরদী এই ৪টি পৌরসভা তফসিলে অন্তর্ভুক্ত করা হয়। স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী, পৌরসভার মেয়াদ শেষ হওয়ার আগের ৯০দিন অর্থাৎ তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে। সে হিসাবে আগামী নভেম্বর থেকে জানুয়ারিতে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। ইসি সচিবালয়ের যুগ্মসচিব (আইন) মো. শাহজাহান বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভেটিং পাওয়া গেলে দ্রুত গেজেট আকারে সংশোধিত বিধিমালা জারি করা হবে। সূত্র : বাসস ১১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে