বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ০৭:০৯:৫৫

‘গেলেন অনুপ চেটিয়া, ফিরবেন নূর হোসেন’

 ‘গেলেন অনুপ চেটিয়া, ফিরবেন নূর হোসেন’

নিউজ ডেস্ক : ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে অনুপ চেটিয়াকে ফেরত দেয়ায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও এক বিবৃতিতে শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। উলফার প্রতিষ্ঠাতা সদস্য ও জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়ার বিরুদ্ধে ভারতে খুন, অপহরণ, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৮ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন কারাগারে আটক ছিলেন অনুপ চেটিয়া। ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনটি মামলায় তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বাংলাদেশের আদালত। বুধবার সকালে অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। এদিকে অনুপ চেটিয়া যেভাবে বাংলাদেশ থেকে ভারত গেছেন ঠিক একইভাবে নূর হোসেনকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত যেদিন আমাদের বলবে নূর হোসেন মুক্ত হয়েছে, তখন আমরা তাকে নিয়ে আসব। ঠিক এভাবেই অনুপ চেটিয়ার মতো বর্ডারে (সীমান্তে) তাকে রিসিভ করব। যেভাবে অনুপ চেটিয়া চলে গেলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার দুপুরে নূর হোসেনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। গত বছরের এপ্রিল থেকে নারায়ণগঞ্জের আলোচিত সাত হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেন ভারতের আদালতে বন্দী আছেন। বাংলাদেশ সরকার তাকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনুপ চেটিয়াকে যেভাবে ভারতের কাছে দেয়া হলো তার বদলে নূর হোসেনকে পাওয়া যাবে কিনা— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা কাউকে দেব, কাউকে নেব; এ ধরনের সম্পর্ক ভারতের সঙ্গে নেই। ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক আমরা মেইনটেইন করে চলি। তারা আমাদের বন্ধুপ্রতিম দেশ। মন্ত্রী বলেন, আমাদের সমস্যায় ভারত সরকার সহযোগিতা করে, তাদের সমস্যায় আমরা সহযোগিতা করি। কোনো বিদেশি আমাদের কারাগারে আটক থাকলে অ্যাম্বাসির মাধ্যমে সেই দেশকে ব্যক্তির অবস্থা অবহিত করি। নূর হোসেনের বিষয়েও ভারত সরকার জানালে সেভাবে ব্যবস্থা নেব আমরা। ১১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে