বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ০৭:৪৫:৪৫

আনিসুল হকের আরেকটি মহা উদ্যোগ

 আনিসুল হকের আরেকটি মহা উদ্যোগ

ঢাকা : আরেকটি মহা উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। তিনি বলেছেন, রাজধানীতে চলাচলকারী ২৮০টি পরিবহন কম্পানিকে ভেঙে পাঁচ থেকে সাতটি কোম্পানিতে রুপান্তর করা হবে। প্রত্যেক রুটে চলবে মাত্র একটি করে কোম্পানি। বুধবার রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি ঝিল ও আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আনিসুল হক বলেন, নগরীর পরিবহনব্যবস্থা ঢেলে সাজাতেই এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন করতেই এ প্রকল্পের সাথে যুক্ত হবে প্রায় দুই হাজার পরিবহন। তিনি বলেন, শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ৭২টি বর্জ্য ট্রান্সফার সেশন করা হবে। এর মধ্যে ১৪টির কাজ শেষ হয়েছে। আগামী জুনের মধ্যে বিদেশি অধ্যুষিত এলাকা নিয়ে আসা হবে সিসি ক্যামেরার আওতায়। ১১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে