বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ১২:৪৬:৫৩

মহাকাশে যাচ্ছে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’

মহাকাশে যাচ্ছে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’

নিউজ ডেস্ক: মহাকাশে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের চূড়ান্ত ও প্রধান কার্যক্রম স্যাটেলাইট সিস্টেম ক্রয়ের ১ হাজার ৯৫১ কোটি ৭৫ লক্ষ টাকার চুক্তি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং ফ্রান্সের মহাকাশ সংস্থা থ্যালেস এলনিয়ার মধ্যে সাক্ষরিত হয়েছে। এর মধ্য দিয়ে ২০১৭ সালের ১৬ ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা চূড়ান্তের দিকে এগিয়ে গেল। রাজধানীর হোটেল সোনারগাঁতে বুধবার দুপুরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান ড.শাহজাহান মাহমুদ ও ফ্রান্সের থ্যালেস এলেনিয়া স্পেসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহি জ্যঁ লইক গ্যাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। ফরজুর রহমানের সভাপতিত্বে চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশকে দাবায়ে রাখা যাবে না। আজকে এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭টি স্যাটেলাইট মালিক দেশের ক্লাবে প্রবেশ করল। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে গেল।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশকে দাবায়ে রাখা যাবে না। আজকে এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭টি স্যাটেলাইট মালিক দেশের ক্লাবে প্রবেশ করল। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে গেল।’ তিনি আরও বলেন,‘বর্তমানে দেশের স্যাটেলাইট চ্যানেল, ইন্টারনেট প্রতিষ্ঠানের বিভিন্ন ট্রান্সপন্ডার ভাড়া বাবদ প্রায় ১৪ মিলিয়ন ডলার ব্যয় হয়। যা বিদেশীদের আমাদের দিতে হয়। এই স্যাটেলাইট উৎক্ষেপনের পর আমাদের আর কোনো খরচ হবে না। বরং ৬-৭ বছরের মধ্যে এই বিনিয়োগের পুরো অর্থ উঠে আসবে।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ। তিনি বলেন, ‘২০১৭ সালের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন করা হবে। এই ইতিহাসের অংশ হতেই আমি এই অনুষ্ঠানে এসেছি।’ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফিয়া ওবার্টও উপস্থিত ছিলেন ১২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে