বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ০৪:১০:০৩

শুনানি শেষ,রায় সোমবার

শুনানি শেষ,রায় সোমবার

নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় নাশকতার তিন মামলায় জামিনের বিষয়ে রুলের শুনানি শেষ হয়েছে। আগামী সোমবার রায়ের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বুধবার রুলের ওপর উভয়পক্ষের শুনানি শেষ হয়। ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। এ বিষয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, 'আদালতে বলেছি, মির্জা ফখরুলের বিরুদ্ধে এই তিনটি মামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। হাইকোর্ট তাকে যেসব শর্তে জামিন দিয়েছিলেন, তিনি তার কোনোটি লঙ্ঘন করেননি। তিনি রাজনৈতিক দলের একজন মহাসচিব। জামিন বহাল রাখা হলে তিনি পালিয়ে যাবেন না। তিনি অসুস্থ, তাই তার জামিন বহাল রাখা উচিত।' হাইকোর্টের রুল নিষ্পত্তির জন্য ২ নভেম্বর দুই সপ্তাহের সময় বেঁধে দেন আপিল বিভাগ। সে অনুসারে বুধবার রুল শুনানি শুরু হয়। নাশকতার অভিযোগে এ তিন মামলায় ফখরুলের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নাকচ করে ২ নভেম্বর নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আপিল বিভাগ। পরদিন আত্মসমর্পণ করলে ফখরুলকে কারাগারে পাঠিয়ে দেন ঢাকার আদালত। চলতি বছরের ৪ ও ৬ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালে নাশকতায় উসকানি, প্ররোচনা ও পরিকল্পনার অভিযোগে ফখরুলের বিরুদ্ধে এসব মামলা করে ওই দুই থানার পুলিশ। ১২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে