নিউজ ডেস্ক : অবশেষে পদত্যাগ করলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মুগাবে। দেশটির পার্লামেন্টের স্পিকার জ্যাকব মুডেন্ডা একথা বলেছেন। প্রেসিডেন্ট মুগাবে এক চিঠিতে বলেছেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন।
এই ঘোষণা এমন এক সময় আসে যখন পার্লামেন্টে এমপিরা তাকে অভিশংসনের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। গত সপ্তাহে সামরিক বাহিনী রাষ্ট্রের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর তিনি এক টিভি ভাষণে পদত্যাগ করতে অস্বীকার করেছিলেন। জিম্বাবুয়ে ১৯৮০ সালে স্বাধীন হবার পর থেকেই তিনি ক্ষমতায় ছিলেন।
এর আগে জিম্বাবুয়ের পার্লামেন্টে আজ মঙ্গলবার প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির রাজধানী হারারেতে পার্লামেন্ট ভবনের বাইরে আজ লোকজন জমায়েত হয়ে মুগাবের অভিশংসনের উদ্যোগের প্রতি সমর্থন জানায়।
এর আগে প্রেসিডেন্ট মুগাবে মন্ত্রিসভার একটি বৈঠক ডাকেন কিন্তু অধিকাংশ মন্ত্রীই এতে যোগ দেননি। জিম্বাবুয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়া মুগাবের সাথে সাক্ষাৎ করতে অস্বীকার করছেন। তবে সামরিক বাহিনী বলছে, তিনি মুগাবের সাথে দেখা করবেন।
প্রেসিডেন্ট মুগাবে তার ভাইস প্রেসিডেন্ট মানাঙ্গাগওয়াকে বরখাস্ত করার পরই সামরিক বাহিনী রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প্রেসিডেন্ট মুগাবে তখন থেকেই গৃহবন্দী অবস্থায় আছেন। মানাঙ্গাগওয়া অজ্ঞাত স্থান থেকে আজ একটি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি বলছেন, তার নিরাপত্তা নিশ্চিত না করা হলে তিনি নিজ বাড়িতে ফিরবেন না।
জানু-পিএফ পার্টির একজন নেতা বলেছেন, অভিসংশনের এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে বড়জোর দুই দিনের মত লাগতে পারে। অর্থাৎ বুধবারের মধ্যেই প্রেসিডেন্ট মুগাবের বিদায় নিশ্চিত করা যাবে বলেও তিনি উল্লেখ করেন। তবে তার আর প্রয়োজন হয়নি। নিজে থেকেই আজ পদত্যাগ করেন প্রেসিডেন্ট মুগাবে।
এমটিনিউজ/এসএস