বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ০৬:৪৫:০৬

নিরাপত্তার বেষ্টনীতে বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক

নিরাপত্তার বেষ্টনীতে বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক

নিউজ ডেস্ক: প্রায় ৫ বছর পর আগামী রোববার বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) বৈঠক হতে যাচ্ছে। নিরাপত্তার বিয়ষটি গুরুত্ব দিয়ে এবার নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিরা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিদেশি ও ব্লগার হত্যার ঘটনায় বিডিএফে অংশগ্রহণকারী প্রতিনিধিরা নিরাপত্তার ব্যাপারে সজাগ। একই সঙ্গে বিডিএফ আয়োজক অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সর্বোচ্চ নিরাপত্তা দিতে সার্বিক প্রস্তুতি রাখছে। স্থানীয় প্রতিনিধি ছাড়াও বিভিন্ন দেশ থেকে উচ্চপর্যায়ের কর্মকর্তারা আসছেন এ বিডিএফ বৈঠকে। জানা গেছে, দু’দিনের এই বিডিএফ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, প্রধান অতিথি হিসেবে তিনি প্রায় ৪৫টি মেলার স্টল পরিদর্শন করবেন। মোট স্টলের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের ১৭টি, উন্নয়ন সহযোগীদের ১৬টি ও অন্যান্য এনজিওসহ আরো স্টল থাকবে ৮টি। উন্নয়ন সহযোগীরা তাদের থিমের ওপর স্টল সজ্জিত করবেন। যেখানে যে কোনো দর্শক সহজে জানতে পারবেন তাদের কার্যক্রম সম্পর্কে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অনুষ্ঠান থেকে যে কোনো অতিথি বা দর্শককে বেশ কয়েকবার তল্লাশির মুখে পড়তে হতে পারে। অর্থাৎ একবার কেউ তার আসন ছেড়ে বাইরে গেলে তাকে আবার প্রবেশের মুখে তল্লাশি করার সম্ভাবনা রয়েছে। এবারের বিডিএফ বৈঠকে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ড নিয়ে উন্নয়ন সহযোগীদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন উপস্থাপন হওয়ার সম্ভাবনার কথা আভাস পাওয়া গেছে। শুধু তাই নয়, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে জানার আগ্রহ রয়েছে। দুর্নীতি কমাতে কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে পারে। পাশাপাশি বিদ্যমান প্রকিউরমেন্ট আইন সংশোধন, মানি লন্ডারিং প্রতিরোধ আইনসহ আরো স্পর্শকাতর কিছু বিষয় নিয়ে প্রশ্ন আসতে পারে। তবে সরকারের পক্ষ থেকে সব উত্তর দেয়ার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। এদিকে বিডিএফের সার্বিক বিষয় তুলে ধরতে আগামী শনিবার এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হচ্ছে। এর পাশাপাশি এর মূল উদ্দেশ্য সম্পর্কে মিডিয়াকে অবহিত করা হবে। দুই দিনের বিডিএফ রোববার সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকলেও, তার সঙ্গে মঞ্চে থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ইউএসইএড মিশনের প্রধান, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক, এশীয় উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, এশিয়ান অবকাঠামো ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী উন্নয়ন মেলা উদ্বোধন করবেন। জানা গেছে, প্রথম অধিবেশনে অর্থমন্ত্রীর সভাপতিত্বে সামষ্টিক অর্থনীতিসহ কিভাবে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে যাত্রা শুরু করেছে এ বিষয়ে কি-নোট উপস্থাপন করবেন পরিকল্পনা কমিশনের সাধারণ বিভাগের সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম। এই অধিবেশনে প্যানালিস্ট হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, অর্থসচিব মাহবুব আহমেদ, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনীতিবিদ মার্টিন রামা ও ইএনডিপির পরিচালক। এ ব্যাপারে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, মূলত এটি কি-নোট সেশন হিসেবে ধরা হবে। প্রথম অধিবেশন শুরু হবে কৃষি, খাদ্য ও জলবায়ু পরিবর্তন বিষয়কে কেন্দ্র করে। এ অধিবেশনে সভাপতিত্ব করবেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। সরকারের দুই সচিব ছাড়াও প্যানালিস্ট হিসেবে থাকবেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত, এশিয়া প্যাসিফিক অঞ্চলের ফাওয়ের আঞ্চলিক প্রতিনিধি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান। দ্বিতীয় অধিবেশনে অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হবে। যেখানে সভাপতিত্ব করবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। প্যানালিস্ট হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভিসি ড. জামিলুর রেজা চৌধুরী, এডিবির দক্ষিণ এশিয়ার পরিচালক প্রমুখ। জানা গেছে তৃতীয় অধিবেশনটি হবে গুরুত্বপূর্ণ। এখানে মূলত সুশাসন ও উন্নয়নের বিষয়টি আলোচিত হবে। যেখানে বাংলাদেশের আইনশৃঙ্খলা, দুর্নীতি, এডিপি বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যু নিয়ে দাতা সংস্থার মধ্যে সরকারের নীতি নির্ধারকদের মধ্যে যুক্তি উপস্থাপনের সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও দ্বিতীয় দিনে বিভিন্ন অধিবেশনে স্বাস্থ্য, শিক্ষার গুণগত মান, সামাজিক সুরক্ষা ও জেন্ডার নিয়ে আলোচনা হবে। জেন্ডার অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ১২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে