বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ০৮:১০:৩৮

রাজধানীতে ৪জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা, নিহত ১

রাজধানীতে ৪জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা, নিহত ১

ঢাকা : রাজধানীতে ফের হামলা। খিলগাঁওয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হাফিজ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া এলিফ্যান্ট রোড ও দনিয়ায় হামলায় আহত হয়েছেন আরো তিনজন। বুধবার রাতে ওই তিন এলাকায় এই হামলা হয় বলে পুলিশ কর্মকর্তা ও হতাহতদের স্বজনরা জানিয়েছেন। নিহত হাফিজ থাকতেন মৌলভীর টেকে। তার বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার শনিরকান্দি গ্রামে। রাত ৮টার দিকে খিলগাঁও বালুরমাঠ এলাকায় হাফিজের উপর হামলা হয়।আহত অবস্থায় তাকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, হাসপাতালের আনার পরপরই হাফিজের মৃত্যু হয়। একই ঘটনায় আরো এক ব্যক্তি আহত হন বলেও জানান পুলিশ কর্মকর্তা মোজাম্মেল। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। এলাকায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় হাফিজের উপর হামলা হয় বলে নিহতের বাবা বাবুল সর্দার দাবি করেছেন। তবে তিনি এটাও স্বীকার করেছেন, মাদক মামলায় তিন মাস হাজতবাসের পর গত ২৯ অক্টোবর হাফিজ জামিনে মুক্ত হয়েছিলেন। তবে পুলিশ বলছে, এলাকায় কেবল নেটওয়ার্কের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে জাকির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে খিলগাঁও থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, হত্যাকান্ডের ঘণ্টা দেড়েক পরে খিলগাঁওয়ের ভূইয়াপাড়ার নবীনবাগ এলাকা থেকে একটি ছুরিসহ জাকিরকে গ্রেফতার করা হয়েছে। বাবুল সর্দার সাংবাদিকদের জানান, আহত অন্য যুবকের নাম পলাশ। তিনি হাফিজের বন্ধু। তিনি বলেন, “এলাকার শামীম, মুন্না প্রমুখকে মাদক বিক্রিতে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে সন্ধ্যা ৭টার দিকে তারা হাফিজকে কোপায়।” হাফিজের মা সাথী আক্তার বলেন, তানভীর ও তানিম নামে দুই যুবক তার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিল। এছাড়া রাত ৯টার দিকে এলিফ্যান্ট রোডে হামলার শিকার হন সিয়াম (২৬) ও বাবুল (২৭) নামে দুই যুবক। ঢামেক ফাঁড়ির পুলিশ কর্মকর্তা মোজাম্মেল জানান, আরাফাত নামে একজন সিয়াম ও বাবুলকে হাসপাতালে নিয়ে আসেন। সিয়ামের ডান হাতে এবং বাবুলের ঘাড়ে কোপের জখম রয়েছে। সিয়াম পুলিশকে বলেছেন, বিপণি বিতান ইস্টার্ন মল্লিকার সামনে মামুন নামে একজন তাদের কুপিয়ে পালিয়ে যায়। তবে কেন কুপিয়েছে তা সিয়াম জানাতে পারেননি। “আসলে কী ঘটেছিল, তা তদন্ত শেষে জানা যাবে,” বলেন পুলিশ কর্মকর্তা মোজাম্মেল। সিয়াম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র, তার বাসা এলিফ্যান্ট রোডে। বাবুল নিউ মার্কেট থানা ছাত্রলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বলে সিয়াম জানায়। রাসেল (৩০) নামে ছুরিকাহত এক যুবককে রাত সাড়ে ৯টার দিকে দনিয়া থেকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। রাসেলকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বলে তার বাবা পুলিশকে জানিয়েছেন। ১২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে